water supply line - সরবরাহ লাইন - Faucet - ফসেট এর সমস্যা - type of valves

 water supply line - সরবরাহ লাইন - Faucet - ফসেট এর সমস্যা - type of valves
water supply line - সরবরাহ লাইন - Faucet - ফসেট এর সমস্যা - type of valves

ভাল্ভ ও ফসেট এর সমস্যা চিহ্নিতকরণ এবং প্রতিকার Problem Identification and Repair of Valve and Faucet

water supply line - সরবরাহ লাইন - Faucet - ফসেট এর সমস্যা - type of valves
তোমরা অনেকেই তোমাদের বাড়িতে, স্কুলে বা আশেপাশে অনেক স্থানেই দেখে থাকবে পানির লাইনে কোন কাজ করার সময় বা মেরামত করার সময় পানির লাইন বন্ধ করে দেয়া হয় এবং কাজ শেষ হলে আবার পানির লাইন খুলে দেয়া হয়। এক কথায় বলা যায়, পানির লাইনকে নিয়ন্ত্রণ করে যার সাহায্যে পানির লাইন নিয়ন্ত্রণ করা হয়, তাকে ভালভ বলে। আর পাইপের শেষ প্রাপ্ত যেখান দিয়ে গ্রাহক পানি গ্রহণ করে সেখানে যে ফিটিংস ব্যবহার করা হয়, তাকে ফসেট বলে।

সরবরাহ লাইন এর সমস্যা সামধানের জন্য ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট, ফিটিংস ও কাঁচামাল

সরবরাহ লাইন (Supply Line)

জনগণের সুস্বাস্থ্যের তাগিদে বিশুদ্ধ পানির সরবরাহ একান্ত প্রয়োজন। কিন্তু উৎস হতে যে পানি পাওয়া যায়, তা অপরিশোধিত এবং পানের অযোগ্য। এ পানি পরিশোধন করে জনপদে সরবরাহ করা হয়। পানি সরবরাহের জন্য যে পাইপ লাইন ব্যবহার করা হয়, তাকে সরবরাহ লাইন বা সরবরাহ পাইপ লাইন বলে । সাধারণত পানির সরবরাহ করার জন্য দুই রকমের পদ্ধতি অবলম্বন করা হয়।
  • সবিরাম পদ্ধতি (Continuous Supply)
  • অবিরাম পদ্ধতি (Intermittent Supply)

সরবরাহ লাইন এর সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট এর ব্যবহার

  • পাইপ রেঞ্চ (Pipe wrench) :
পাইপ জয়েন্ট সেয়া এবং খোলার সময় পাইপ শক্ত করে ধরা জন্য পাইপ রেঞ্চ ব্যবহার করা হয়
  • অ্যাডজাস্টেবল রেক (Adjustable wrench) :
এ্যাডজাস্টেবল রেঞ্চ নাট, ব্লোন্ট লাগানো এবং খোলার কাজে ব্যবহার করা হয় 

  • হ্যামার (Hammer)

কোন কিছুকে আঘাত করা, দেয়ালে পেরেক ঢুকানো, রয়াল প্রাগে ফু ঢুকানো ইত্যাদি কাজে হ্যামার ব্যবহার করা হয়। হ্যামার বিভিন্ন প্রকার হয়ে থাকে।

  • ফাইল (File) :
একটি পাইপ কাটার পর পাইপের মুখ অমসৃণ থাকে। অমসৃণকৃত পাইপ মসৃণ করার জন্য ফাইল ব্যবহার করা হয়।

  • কোল্ড চিজেল (Cold Chisel) :
সাধারণত কন্সট্রাকশন কাজে গ্রুভ কাটার কাজে যেমন: ওয়াল, কংক্রিট ঢালাই কাটা, ফ্লোর কাটা ইত্যাদি কাজে কোল্ড চিজেল ব্যবহার করা হয়।

  • প্লাম্বব (Plumbob) :
বিভিন্ন প্রাকার গাথুনী, আর.সি.সি ঢালাই ইত্যাদি কাজে উলম্ব কোণ ৯০° যাচাই করার জন্য প্রাম্বব ব্যবহার করা হয়।

  • হ্যাকস (Hacksaw) :
পি.ভি.সি, ইউ.পি.ভি.সি, পি.পি.আর ইত্যাদি জাতীয় পাইপ কাটার জন্য হ্যাকস ব্যবহার করা হয়।

  • মাংকি রেঞ্চ (Monkey wrench) :
পাইপ লাইনে কাজ করার সময় পাইপকে জয়েন্ট দেয়াও খোলার জন্য শক্ত করে ধরে রাখার কাজে মাংকি রেঞ্চ ব্যবহার করা হয়।

  • পাইপ কাটার (Pipe Cutter):
জি.আই, এস.এস, কপার ইত্যাদি ধাতব জাতীয় পাইপ কাটার জন্য পাইপ কাটার ব্যবহার করা হয়।

  • মেজারিং টেপ (Measuring Tape ) :
পাইপের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মেজারিং টেপ ব্যবহার করা হয়। এছাড়া যে কোন ধরণের বস্তুর দৈঘ্য পরিমাপ কাজে এটি ব্যবহার করা হয় । মেজারিং টেপ মিটার থেকে শুরু করে ১০০ মিটার পর্যন্ত হয়ে থাকে।

  • স্টীল রুল (Steel Rule) :
পাইপের দৈর্ঘ্য পরিমাপ করার কাজে স্টীল রুল ব্যবহার করা হয়। ছোট দৈর্ঘ্য পরিমাপ করার কাজে মূলত স্টীল রুল ব্যবহার করা হয়।

  • ট্রাইস্কয়ার (Try Square) :
সাধারণত সমকোণ পরিমাপ করার কাজে ট্রাই স্কয়ার ব্যবহার করা হয়। ইটের গাঁথুনী, পাইপ লাইন ইত্যাদি কাজে ট্রাই স্কয়ার ব্যবহার করা হয় ।

  • গ্রাইন্ডিং মেশিন (Grinding Machine ) :
যে কোন ধরনের ঢালাই, ইট, টাইলস ইত্যাদি কাটার কাজে গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়

  • কম্বিনেশন প্লায়ার্স (Combination Players ) :

কোন বস্ত্র শক্ত করে ধরার জন্য কম্বিনেশন প্লায়ার্স ব্যবহার করা হয়।

  • পাইপ রিমার (Pipe Rimmer) :
পাইপের ভিতর পরিষ্কার ও মসৃণ করতে পাইপ রিমার ব্যবহার করা হয়।

  • ফ্লাট ক্রু-ড্রাইভার (Flat Screw Driver) :
ফ্লাট স্ক্রু লাগাতে ও খুলতে ফ্লাট স্ক্রু-ডাইভার ব্যবহার করা হয়।

  • স্টার স্ক্রু-ড্রাইভার (Star Screw Driver) :
স্টার স্ক্রু লাগাতে ও খুলতে স্টার স্ক্রু-ডাইভার ব্যবহার করা হয় ।

  • ডাই স্টক (Die Stock) :
পাইপের দৈর্ঘ্য বৃদ্ধির ও পাইপের দিক পরিবর্তনের জন্য পাইপ জয়েন্ট দেয়া প্রয়োজন। এজন্য পাইপের ভিতর ও বাহিরে প্যাচ কাটার প্রযোজন হয়। পাইপের প্যাচ কাটার জন্য ডাই স্টক ব্যবহার করা হয়।

  • ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Calipers)
পাইপের বাহির ও ভিতরের ব্যাস পরিমাপের জন্য ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করা হয়।

  • মাইক্রোমিটার (Micrometer) :
আকারে চিকন জাতীয় পদার্থ যেমন রড, তার, পাইপ ইত্যাদির বাহিরের ব্যাস পরিমাপের জন্য মাইক্রোমিটার ব্যবহার করা হয়।

  • পাইপ ভাইস (Pipe Vice) :
একটি পাইপকে হ্যাকস অথবা পাইপ কাটার দিয়ে কাটার জন্য এবং প্যাচ কাটার সময় শক্ত করে ধরে রাখার জন্য পাইপ ভাইস ব্যবহার করা হয়।

  • টেবিল ভাইস (Table Vice) :
কোন ধাতব সমতল বস্তুকে শক্ত করে ধরে রাখার জন্য টেবিল ভাইস ব্যবহার করা হয়।

  • স্পিরিট লেভেল (Spirit Level) :
যে কোন ধরণের প্লাম্বিং কাজ করার জন্য স্পিরিট লেভেল ব্যবহার করা হয় । যেমন : পাইপের ঢাল যাচাই করা, পাইপের লেভেল ঠিক রাখা, বিভিন্ন প্রকার ফিক্সার এর ঢাল ও সমকোণ যাচাই করা ইত্যাদি কাজে স্পিরিট লেভেল ব্যবহার করা হয়।

  • স্ক্রাইবার (Scriber) :
জি.আই পাইপ, এম.এস পাইপ, ধাতব পাইপ ইত্যাদি ধাতব জাতীয় পদার্থের দৈর্ঘ্য পরিমাপ করার পর তার গায়ে দাগ দেয়ার জন্য স্ক্রাইবার ব্যবহার করা হয়।

  • প্রেসার মিটার/গেজ (Pressure Meter / Gauge) :
তরল ও বায়বীয় পদার্থের প্রেসার মাপার জন্য প্রেসার মিটার/গেজ ব্যবহার করা হয়।

  • অটো পাইপ থ্রেড কাটিং মেশিন (Auto Pipe Thread Cutting Machine) :
পাইপ লাইনে কাজ করার জন্য পাইপের জয়েন্ট দেয়াপ্রয়োজন। আর পাইপ জয়েন্ট দেয়ার জন্য পাইপের গায়ে প্যাচ কাটা প্রয়োজন। হাতে পাইপের প্যাচ কাটা খুবই কষ্টকর। তাই সহজে ও কম সময়ে প্যাচ কাটার জন্য অটো পাইপ থ্রেড কাটার মেশিনের ব্যবহার করা হয়।

  • পাইপ বেন্ডিং মেশিন (Pipe Bending Machine) :
পাইপ লাইনে পাইপকে স্থাপনের জন্য বিভিন্ন আকারের বেল্ড করতে হয়। পাইপের দিক পরিবর্তনের জন্য পাইপ বেন্ড করা একান্ত প্রয়োজন। তাই পাইপ বেন্ড করার জন্য পাইপ বেন্ডিং মেশিন ব্যবহার করা হয়।

  • কলাম ড্রিল মেশিন (Column Dril Machine) :
প্লাম্বিং ফিক্সার যেমন: বেসিন, সিংক, বাথটাব, রেইল ইত্যাদি স্থাপনের জন্য কলাম, ওয়াল ইত্যাদি ড্রিল করা প্রয়োজন। রয়াল প্লাগ, ক্রু স্থাপনের কলাম ড্রিল মেশিন ব্যবহার করা হয়।

  • পিপিআর ওয়েন্ডিং মেশিন ( PPR Welding Machine) :
পি.পি.আর, পি.ভি.সি জাতীয় পাইপ জয়েন্ট দেয়ার কাজে পিপিআর ওয়েন্ডিং মেশিন ব্যবহার করা হয়।

  • এয়ার হিট গান (Air Hit Gun) :
পি.পি.আর, পি.ভি.সি জাতীয় পাইপ জয়েন্ট দেয়ার কাজে এয়ার হিট গান ব্যবহার করা হয়।

water supply line - সরবরাহ লাইন - Faucet - ফসেট এর সমস্যা - type of valves

সরবরাহ লাইন এর সমস্যা সমাধান
সরবরাহ লাইনের সমস্যা

পানি সরবরাহ লাইনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা ব্যবহারকারি এবং প্লাম্বার উভয়ের কারণেই দেখা দিতে পারে। সরবরাহ লাইনে যে সব সমস্যা দেখা দেয় তা নিম্নে উল্লেখ করা হলো :

  • সরবরাহ লাইনে প্রয়োগকৃত জয়েন্ট লিকেজ হওয়া।
  • সরবরাহ লাইন এর স্লোপ ঠিক না থাকলে পানির গতি কম হওয়া।
  • সরবরাহ লাইন যানবাহনের চাপে ফেটে যাওয়া ।
  • দুটি পাইপ লাইন পাশাপাশি হলে একটি অপরটির চাপে ফেটে যাওয়া।
  • ভালোমানের পাইপ ব্যবহার না করলে পাইপের স্থায়ীত্যতা কমে যাওয়া।
  • সরবরাহ লাইন এর আশেপাশে গাছ-পালা থাকলে শিকড়ের কারণে পাইপ নষ্ট হওয়া।

সমস্যার কারণে সরবরাহ লাইন এ দুর্ঘটন

  • গ্রাহকদের স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটবে
  • সরবরাহ লাইনের আশেপাশে পরিবেশ নষ্ট হবে
  • লাইন ফেটে গেলে পাইপের ভিতর দূষিত পদার্থ প্রবেশ করতে পারে
  • সরবরাহ লাইনে সমস্যা হলে মানুষের ও যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটবে ইত্যাদি

সরবরাহ লাইন এর প্রকারভেদ
ব্যবহারের উপর ভিত্তি করে সরবরাহ পাইপ লাইন বিভিন্ন প্রকার হয়ে থাকে। সাধারণত সরবরাহ পাইপ লাইনকে নিম্নোক্ত ভাবে ভাগ করা যায় :

  • মূল বা মেইনলাইপ লাইন (Main Pipe Line )
  • সাৰ-মেইন পাইপ লাইন (Sub Main Pipe Line )
  • পাখা পাইপ লাইন (Branch Pipe Line )
  • সার্ভিস পাইপ লাইন (Service Pipe Line )

  • মূল বা মেইন পাইপ লাইন (Main Pipe Line)

পাম্প স্টেশন থেকে পানি সরাসরি যে পাইপের সহায়তায় বন্টন এলাকায় প্রবেশ করে, তাকে মূল বা মেইন পাইপ বলে। এ পাইপে প্রবাহের পরিমাণ বেশি, তাই এর ব্যাস বেশি। প্রতিটি বিতরণ অঞ্চলে একটি মূল বা প্রধান পাইপ লাইন থাকে।

  • সাব-মেইন পাইপ লাইন (Sub- Main Pipe Line )
সরবরাহকারী মূল বা মেইন পাইপ এর উভয় দিকে সমকোণে যুক্ত পাইপগুলোকে সাব-মেইন পাইপ বলা হয়। প্রধান সরবরাহ পাইপ থেকে পানি উভয় দিকে বন্টন এলাকায় পৌঁছে দেয়াই এ লাইনের কাজ। এ পাইপের ব্যাস প্রধান পাইপ থেকে ছোট হয়ে থাকে।

  • শাখা পাইপ লাইন (Branch Pipe Line)

ব্যবহারকারীদের বাড়িতে ব্যবহৃত সার্ভিস পাইপ, ফায়ার হাইড্রেন্ট ইত্যাদিতে পানি সরবরাহ করতে সাব- মেইন পাইপের সাথে সমকোণে এ পাইপ বসানো হয়। এ পাইপের ব্যাস অন্যান্য পাইপ থেকে ছোট।

  • সার্ভিস পাইপ লাইন (Service Pipe Line )
মেইন পাইপ থেকে যে পানি পাইপ দিয়ে সরবরাহ করা হয়, তাকে সার্ভিস পাইপ বলে। সার্ভিস পাইপ যা মেইন পাইপ থেকে পানি সরবরাহ করে তা প্রেসারের নিয়ন্ত্রণাধীনে থাকে। প্রতিটি সার্ভিস পাইপের সাথে একটি স্টপ কক সংযুক্ত করতে হয়। এটি রাস্তার ধারে স্থাপন করতে হয়।

সার্ভিস পাইপ আবার দুই ভাগে বিভক্ত। যথা:

  • কমিউনিকেশন পাইপ
  • সাপ্লাই পাইপ

ভালভ, ফসেট এর সমস্যা ও সমাধান
ভাল্ভ এবং ফসেট এর মধ্যে পার্থক্য

  • ভালভ (Valve)
  1. ভালভ এক প্রকার ফিটিংস, যা কোনো প্রবাহীর প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
  2. ভাল্ভ সাধারণত Galvanized Iron, Brass, Bronze, Cast Iron ইত্যাদি দিয়ে তৈরি হয়।
  3. এটি সাধারণত জলাধারের নির্গমন পাইপ, পাম্পের ডেলিভারি পাইপ এবং শোধন কক্ষের আগমন ও নির্গমন পাইপের সাথে সংযোগ করা হয়।

  • ফসেট (Faucet)
  1. হাত ধোয়ার বেসিন, বাথটাব ইত্যাদি বিভন্ন ধরনের ফিচারের উপরি অংশের তলদেশ থেকে পানি সরবরাহের জন্য এর নির্দিষ্ট ছিদ্রে যে | ফিক্সার ব্যবহার করা হয়, তাকে ফসেট বলে।
  2. এটি সাধারণত ব্রোঞ্জের তৈরি এবং এক প্রান্তে বাইরের দিকে প্যাচ কাটা থাকে।
  3. ফসেটের সাথে ফিচার ও সরবরাহ লাইনের সংযোগ দিতে লেড বা প্লাস্টিকের কানেকটিং পাইপ ব্যবহৃত হয়।

  • গেট ভাত (Gate Valve)
এটি সাধারণত পানি পরিবহন ব্যবস্থার মেইন সাপ্লাই লাইন এ ব্যবহৃত হয়। রাস্তার কর্নারে যেখানে লাইন পরস্পর ছেদ করে, সেখানে এ ভাত ব্যবহৃত হয়। এ ভালভ এর ভিতর একটি ডিস্ক থাকে। এটি দেখতে পেট এর মতো, তাই একে গেট ভাত (Gate Valve) বলে। পানি যে দিক দিয়ে প্রবাহিত হয়, তার আড়াআড়িভাবে ডিস্কটি ব্যবহার করা হয়। এ ডিস্ক এর সাথে একটি স্টেম লাগানো থাকে এবং এর সাহায্যে প্রবাহ লাইনকে চাহিদা অনুযায়ী খোলা, বন্ধ বা নিয়ন্ত্রণ করা যায়।

গেট ভালভ এর সমস্যা
গেট ভালভ এর যে সব সমস্যা সচরাচর হতে পারে তা নিচে আলোচনা করা হলো :

  • গেট ভালভ এর নাট খুলে বা প্যাচ কেটে যেতে পারে
  • ওয়াসার নষ্ট হতে পারে
  • গেট ভালভ উল্টো দিকে ঘুরালে এর কার্যকারিতা নষ্ট হতে পারে
  • পেট ভাত মাটির উপর বসালে তা মাটি ও ময়লা পাদ দিয়ে ঢেকে যেতে পারে
  • তেল ও গ্রিজ ব্যবহার না করলে গেট ভালভ এ মরিচা ধরে অকেজো হতে পারে।
  • দক্ষ প্লাম্বার দিয়ে ভালভ সেট না করলে প্যাকিং ও জয়েন্ট দিয়ে লিকেজ হতে পারে

গেট ভালভ এর সমস্যার সমাধান
গেট ভালভ পানি সরবরাহ লাইনের একটি গুরুত্বপূর্ণ ফিটিংস। এ ফিটিংসে কোন সমস্যা হলে তা দ্রুত সমাধান করতে হবে। নিচে পেট ভাত এর সমস্যা সমাধানের উপায় উল্লেখ করা হলো :

  • নিয়মিত পরিদর্শন করে অকেজো ভালভগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নিতে হবে।
  • মাঝে মাঝে পরিদর্শন করে তেল অথবা গ্রিজ দিতে হবে।
  • মাটি ও ময়লা গাল দিয়ে ভাত ঢেকে গেলে তা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে কংক্রিট বেস এর উপর গেট ভাত বসাতে হবে।
  • মেরামতের সুবিধার্থে প্রতিটি ভাত এর সাথে ভাত বন্ধ এবং ম্যানহোল থাকতে হবে।
  • বড় ধরণের পাইপ লাইনে কয়েকটি ভালভ পাশাপাশি বসাতে হবে।
  • স্টেম এর পাশ দিয়ে পানি চোয়ালে দ্রুত মেরামত করতে হবে।
  • কিন্তু দিন পর পর পেটে পুরো মাত্রার পানি ছেড়ে দিয়ে পাইপের তলানিতে পড়া অবাঞ্ছিত ময়লা সরাতে হবে।

ফসেট এর সমস্যা
হাত ধোয়ার বেসিন, বাঘটাব, সিংক ইত্যাদি বিভিন্ন ধরণের ফিচারের উপরি অংশের তলদেশ থেকে পানি সরবরাহের জন্য এর নির্দিষ্ট ছিদ্রে যে ফিটিংস ব্যবহার করা হয়, তাকে ফসেট বলে। ব্যবহারের স্থানের উপর ভিত্তি করে ফসেটকে বিভিন্ন নামে নামকরণ করা হয়।
ব্যবহারের সমর এ কলেটে বিভিন্ন ধরণের সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন-

  • ফলেটের মুখ দিয়ে অনবরত পানি পড়া
  • কসেটের গোড়া দিয়ে পানি লিক হওয়া
  • ফলেটের তালুত ওরাসার নষ্ট হয়ে যাওয়া
  • স্টেম ভেঙ্গে যেতে পারে
  • আয়রন যুক্ত পানি হলে আয়রন এর প্রলেপ পড়ে নষ্ট হতে পারে ইত্যাদি

ফসেট এর সমস্যার সমাধান
ফসেট পানি সরবরাহ লাইনের একটি গুরুত্বপূর্ণ ফিটিংস। এ ফিটিংস এ কোন সমস্যা হলে তা দ্রুত সমাধান করতে হবে।
নিচে গেট ফসেট এর সমস্যা সমাধানের উপায় উল্লেখ করা হলো :

  • নিয়মিত পরিদর্শন করতে হবে।
  • ফসেটের সমস্যা হলে যত দ্রুত সম্ভব পরিবর্তন করে দিতে হবে।
  • ফসেটের স্টেম বাঁকা হলে ফসেট খুলে পুনরায় ফিটিং করতে হবে।
  • ফলেটের ভাত ওয়াসার নষ্ট হলে নতুনভাবে লাগাতে হবে।
  • স্টেম ভেঙ্গে গেলে পরিবর্তন করে দিতে হবে।

কাজের ধারা

  • অর্থ সুরক্ষা পোশাক সংগ্রহ কর।
  • শ্রেণি শিক্ষকের সহায়তায় একটি অথবা একের অধিক সরবরাহ লাইন পরিদর্শন কর।
  • সরবরাহ লাইন পরিদর্শনের সময় সমস্যা গুলো সনাক্ত কর।
  • প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, ফিটিংস সংগ্রহ কর।
  • সমস্যার ধরণ বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রতিকার কর ।
  • যথাযথ নিয়ম মেনে কাজ শেষ কর।
  • কাজ শেষে টুলস ও ইকুইপমেন্ট পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ কর।

সতর্কতা

  • কাজ করার সময় অবশ্যই সুরক্ষা পোশাক পরিধান করতে হবে
  • সঠিকভাবে টুলস, ফিটিংস এবং মালামালের ব্যবহার নিশ্চিত হতে হবে
  • কাজের সময় মনোযোগী হতে হবে
  • সরবরাহ লাইনে কাজ করার সময় লাইন বন্ধ রাখতে হবে
  • কোন কাজা করতে সমস্যা হলে শ্রেণি শিক্ষকের পরামর্শ নিতে হবে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url