ইউরিন্যাল কি - Urinal Installation - type of urinal - bowl type urinals - slab type urinals

ইউরিন্যাল কি - Urinal Installation - type of urinal - bowl type urinals - slab type urinals
ইউরিন্যাল কি - Urinal Installation - type of urinal - bowl type urinals - slab type urinals

ইউরিন্যাল কি - Urinal Installation - type of urinal - bowl type urinals - slab type urinals

 ইউরিন্যাল স্থাপন Urinal Installation

বর্তমান বিশ্বে ইউরিন্যাল একটি গুরুত্বপূর্ণ ফিক্সার যা সাধারণত হসপিটাল ও মার্কেটের টয়লেটে স্থাপন করা হয়। ইউরিন্যাল ত্যাগ করার পরে সেলর তালত ব্যবহার করে ক্লাশ করা হয়। ফলে রোগ জীবাণু বাতাসে হুড়ানোর সুযোগ কম থাকে। এ অধ্যায় সম্পন্ন করার পর শিক্ষার্থী জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মেনে ইউরিন্যাল স্থাপন করার জন্য মালামাল ও টুলস সংগ্রহ এবং ইউরিন্যাল স্থাপন করতে পারবে।

ইউরিন্যাল স্থাপন করার জন্য মালামাল ও টুলস সম্পর্কে ধারণা (Ideas about Materials and tools for placing urinals)

ইউরিন্যাল (Urinal)

ইউরিন্যাল সম্পর্কে ধারণা (Ideas about urinal)
যে পারে দাড়িয়ে ও বসে প্রস্রাব করা হয়, সাধারণত ঐ পারের নামই ইউরিন্যাল । ইউরিন্যান্স সাধারণত সিরামিক, প্লাস্টিক এর তৈরি হয়ে থাকে। এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। অবস্থান ভেদে এটি দেয়াল অথবা ফ্লোরে স্থাপন করা হয়।

ইউরিন্যাল এর শ্রেণি বিভাগসমূহ

  • বাটি আকৃতি ইউরিন্যাপ (Bowl Type Urinal)
  • স্ল্যাব বা স্টল আকারের ইউরিন্যাশ (Slab or Stole Type Urinal)
  • কোয়াটিং টাইপ ইউরিন্যাল (Squatting Type Urinal)

বাটি আকারের ইউরিন্যাল (Bowl Type Urinal)
বাটি আকারের ইউরিন্যাল আবার দুই প্রকার একটি চ্যাপ্টা আকৃতির যার মাপ সাধারণত ৪৩ সে.মি. x ৩৫ সে.মি * ২৬ সে.মি অপরটির তল কোনাকৃতি বার মান সাধারণত ৩৪ সে.মি. x ৪৩ সে.মি ২৬.৫ সে.মি। এই ইউরিন্যাল দেয়ালের সাথে ঝুলিয়ে লাগানো হয়। এই ইউরিন্যাল এ দাঁড়িয়ে প্রস্রাব করা হয় যাদের বসতে কষ্ট হয় তাদের প্রস্রাব করার জন্য বাটি আকারের এই ইউরিন্যাল ব্যবহার করা হয়। এটি মেঝে থেকে ৬০ সে.মি উপরে স্থাপন করা হয়

প্ল্যান বা উল আকারের ইউরিন্যাল (Slab or Stale Type Urinal)
প্ল্যাব বা ট্রল আকারের ইউরিন্যাল মেঝে বা দেয়ালে স্থাপন করা হয়। এই ইউরিন্যাল এ দাড়িয়ে ও বলে দুই ভাবেই প্রস্রাব করা যায়। প্রসাব করার পর যথেষ্ট পানি ব্যবহার করতে হবে তা না হলে প্রসাবের গ্যাস মানব দেহে সমস্যা সৃষ্টি করতে পারে।

ক্ষোরাটিং টাইপ ইউরিন্যাল (Squatting Type Urinal )
এই ইউরিন্যান্স ফ্লোরের সাথে বসানো হয় এই ইউরিন্যাল এ বসে প্রস্রাব করা যায়। এটায় প্রস্রাব করার সুবিধা হলো চারদিকে কম ছড়ায় এটিতে প্রস্রাবের পর প্রচুর পানি ঢালতে হবে। পানি না ঢাললে প্রা থেকে এক ধরনের গ্যাস বের হয় যাহা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর ।

ইউরিন্যাল এর ব্যবহার (Use of urinal)

  • দাড়িয়ে প্রস্রাব করার কাজে ইউরিন্যাল ব্যবহার করা হয়
  • বসে প্রস্রাব করার জন্য ইউরিন্যাল ব্যবহার করা হয়

ইউরিন্যাল এ ব্যবহৃত কিটিংস (Fittings used in urinal)
ইউরিন্যাল ওয়েস্ট (Urinal Waste)
ইউরিন্যাল ওয়েস্ট সাধারণত ইউরিন্যাল এর ভিতরে থাকে। এটির ভিতরে ছিদ্র থাকে এবং ওয়েস্ট এর মাথার দিকটা উঁচু থাকে। ইউরিন্যাল এর ভিতরে কোনো ময়লা পড়লে তা সহজেই ওয়েস্ট পাইপ এর ভিতরে প্রবেশ করতে পারবে না ।

এঙ্গেল স্টপ কক (Angle Stop Cock)
কানেকশন পাইপ এর সাথে সংযোগ দেয়ার জন্য এলে স্টপ কক ব্যবহার করা হয়। যখন কোনো ফিক্সার মেরামত করার প্রয়োজন হয়, তখন এসেল স্টপ কক বন্ধ করে ফিক্সারটি মেরামত করা হয়। তরল এবং গ্যাসীয় পদার্থ সরবরাহ বন্ধ রাখার জন্য এদেশ ভাপ্ত ব্যবহার করা হয়।

ইউরিন্যাল কি - Urinal Installation - type of urinal - bowl type urinals - slab type urinals

কানেকশন পাইপ (Connection pipe)
ফিক্সার এর সাথে এলেন স্টপ কক সংযোগ দেয়ার জন্য কানেকশন পাইপ ব্যবহার করা হয়। এই পাইপটি নমনীয় (ক্লাকজিল) থাকার কারণে এটি দ্বারা ফিক্সারের পানি সরব্বাহ অব্যাহত থাকে।

ইউরিন্যাল স্থাপন

সেন্সর গুান্ড (Sensor Valve)
অটোমেটিক ফ্লাশ করার জন্য সেন্সর ভালভ ব্যবহার করা হয়। এতে সেন্সর ডিভাইস সেট করা থাকে তাই ক্লাশ করতে হাত ব্যবহার করতে বরনা। শুধুমাত্র লেপর এর মাধ্যমেই ক্লাশ করা যায়।

ইউরিন্যাল এ ব্যবহৃত টুলস (Tools Used in urinal)
ইউরিন্যাল স্থাপনের জন্য টুলস এর তালিকা:

  • পাইপ রেঞ্চ
  • এ্যাডজাস্টেবল রেফ
  • হ্যামার
  • ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিন
  • স্প্রিরিট লেভেল
  • স্টার স্ক্রু ড্রাইভার
  • ফ্লাট স্ক্রু ডাইভার
  • চিজেল

ইউরিন্যাল এ ব্যবহৃত মালামাল (Materials used in urinal)
ইউরিন্যাল স্থাপনের জন্য মালামাল এর তালিকা:

  • হোয়াইট সিমেন্ট
  • রয়েল প্লাগ
  • স্ক্রু
  • থ্রেড টেপ
  • পুটিং
  • মাল্টিপ্লাগ

ইউরিন্যাল স্থাপন করার পদ্ধতি (Method of placement of urinal)
ইউরিন্যাল লে-আউট পদ্ধতি (Urinal Layout method)

ইউরিন্যাল স্থাপন করতে হলে ড্রইং অনুসারে লে-আউট করতে হবে। লে-আউট করার জন্য সাইড ওয়াল থেকে ১৫ইঞ্চি (৩৭.৫ সে.মি) দুরে ইউরিন্যাল এর সেন্টার রাখতে হবে। দুই দেয়ালের মধ্যে কমপক্ষে ৪৮ ইঞ্চি
(১২০ সে.মি) দূরত্ব হতে হবে।

ছিল করে নাট বোল্ট লাগানোর পদ্ধতি (Method of drilling nut bolts)
লে-আউট করার পর নাট এর সাইজ অনুযায়ী ড্রিল বিট ড্রিল মেশিনে সেট করতে হবে। ত্রিপবিট সেট করার পর মার্কিং স্থানে ড্রিল মেশিন ব্যবহার করে ড্রিল করতে হবে। ছিল শেষে রয়েল প্লাগ ঢুকিয়ে তার ভিতরে বোল্ট ঢুকিয়ে টাইট দিতে হবে

ইউরিন্যাল ওয়েস্ট স্থাপন পদ্ধতি (Urinal Waste placement procedure)
ইউরিন্যাল স্থাপন করার পরে ইউরিন্যাল ওয়েস্ট সেট করলে ভালো হয়। তবে স্থাপনের আগেও সেট করা যায়। প্রথমে ওরেস্ট নিয়ে ইউরিন্যাল এর ওয়েস্ট এর যে ছিদ্র রয়েছে তার ভিতরে ওয়েস্ট ঢুকাতে হবে। পরে ইউরিন্যাল এর নিচ থেকে ব্যাক নাট এর মাধ্যমে টাইট দিতে হবে। টাইট দেওয়ার সময় দেখতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে ।

ইউরিন্যাল বসানোর জন্য লেভেল ও লিক চেক পদ্ধতি (Urinal level and leakage test System)
ইউরিন্যাল স্থায়ীভাবে স্থাপন করার আগে যে স্থানে ইউরিন্যাল স্থাপন করা হবে সেখানে ডু ঢুকিয়ে স্পিরিট লেভেল দিয়ে লেভেল চেক করতে হবে। যদি লেভেল ঠিক থাকে তাহলে স্ক্রু টাইট দিতে হবে । আর যদি লেভেল ঠিক না থাকে তাহলে লেভেল ঠিক করে নিতে হবে । ইউরিন্যাল স্থাপনের পর পানি ছেড়ে লিক চেক করতে হবে । পানি ছাড়লে কোথাও কোন লিক থাকলে সেখান দিয়ে পানি বের হতে থাকবে।

কর্মস্থল পরিষ্কার পরিচা করা (Clean the work place)
ইউরিন্যাল স্থাপনের পর কর্মস্থল পরিবার পরিচ্ছন্ন করা
ইউরিন্যাল স্থাপনের পর আশে পাশে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তা যথার্থভাবে পরিষ্কার
করতে হবে। কোনো ময়লা আবর্জনা থাকলে তা নির্দিষ্ট ভ্রাম এ রাখতে হবে ।

টুলস ইকুইপমেন্ট পরিষ্কার ও সংরক্ষণ (Tools, equipment clean and Storage)
ইউরিক্যাল স্থাপনের পর ব্যবহৃত টুলস ইকুইপমেন্ট যথাযথভাবে পরিষ্কার করতে হবে। কাজ শেষে তেল বা প্লিজ মেখে রাখতে হবে যাতে টুলসে মরিচা না পড়ে এবং কর্মক্ষমতা ঠিক থাকে। টুলস ইকুইপমেন্টগুলো আলাদা আলাদা ভাবে রাখতে হবে।

কাজের ধারা

  • ইউরিন্যাল স্থাপনের জন্য ড্রইং অনুযায়ী লে-আউট কর।
  • লে-আউট অনুযায়ী ইউরিন্যাল স্থাপনের জন্য ড্রিল মেশিন ব্যবহার করে গ্রি কর।
  • ইউরিন্যাল স্থাপনের জন্য দেয়ালের যে স্থানে ড্রিল করা হয়েছে সেই ড্রিল করা ছিদ্রের ভিতরে রয়েল প্লাগ সহ বোল্ট স্থাপন কর।
  • রয়েল প্লাগ এর ছিদ্র বরাবর ইউরিন্যাল ধরে ড্র ঢুকিয়ে রেঞ্চ দিয়ে টাইট কর, যাতে পরে না যায়।
  • ফ্লোর এর সাথে নিচের দিকে ঢালু করে ইউরিন্যাল স্থাপন কর।
  • ইউরিন্যাল এর ছিদ্রের ভিতরে হাত দিয়ে ইউরিন্যাল ওয়েস্ট নিয়ে ওয়েস্টসহ ওয়েস্ট পাইল সেট কর।
  • ইউরিন্যাল স্থাপন করে তার সাথে লেপর তালুত যথাযথ ভাবে সংযোগ কর।
  • সেন্সর ভালত স্থাপন করার পর পানি ছেড়ে কোথাও কোনো দিক আছে কিনা তা চেক কর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url