শাওয়ার - Shower - শাওয়ার অর্থ কি - shower অর্থ কি - shower installation

 শাওয়ার - Shower - শাওয়ার অর্থ কি - shower অর্থ কি - shower installation
শাওয়ার - Shower - শাওয়ার অর্থ কি - shower অর্থ কি - shower installation

শাওয়ার রোজ স্থাপন Installation Shower Rose

শাওয়ার - Shower - শাওয়ার অর্থ কি - shower অর্থ কি - shower installation

আমরা যারা গ্রামে গঞ্জে বসবাস করি তারা গোসলের জন্য পুকুর, নদী, ডোবার পানি ইত্যাদি ব্যবহার করে থাকি। আর যারা শহরে বসবাস করি তাদের সবারই বাথরুম সম্পর্কে ধারণা আছে। আজকাল গ্রামেও শহরের ছোয়া লেগেছে। গ্রামেও বাথরুমের ব্যবস্থা আছে। বাথরুমে নানা ধরনের ফিটিংস, ফিচার আছে। এর মধ্যে শাওয়ার রোজও এক ধরণের ফিকচার। যার সাহায্যে আমরা গোসলের কাজ সম্পন্ন করে থাকি।

শাওয়ার লাইন তৈরি করার জন্য টুলস, ইকুইপমেন্ট ও কাঁচামাল সম্পর্কে ধারণা (Understanding about Tools, Equipment and Materials for Installation Shower line)

শাওয়ার রোজ সম্পর্কে ধারণা

পাওয়ার রোজ হলো এক ধরনের ফিকচার যা গোসলখানার মাথার উপরে ব্যবহার করা হয়। শাওয়ার রোজ এর সাহায্যে গোসলের সময় পানি সমভাবে শরীরে ছিটিয়ে পড়ে। শাওয়ার রোজ ওয়ালে ৰা ফলস সিলিং এ মাথার উপর লাগানো থাকে।

শাওয়ার রোজ স্থাপনে ব্যবহৃত কাঁচামাল শাওয়ার রোজ স্থাপনের জন্য মালামালের তালিকা নিম্নে দেয়া হলো

  • সিমেন্ট
  • বালু
  • খোয়া
  • পানি
  • ব্রেড টেপ
  • জিজাই পাইপ
  • ইউপিভিসি গ্রেড পাইপ
  • পিপিআর পাইপ
  • সিপিভিসি পাইপ

শাওয়ার রোজ বসানোর জন্য গুপ কাঁটা (Groove Cutting for Laying hower Rose)
গ্রুপ কাটার যন্ত্রপাতি

গ্রুত কাটার যন্ত্রপাতি গুলোর নাম নিম্নে দেয়া হলো

  • হ্যামার
  • কোল্ড চিজেল
  • মেজারিং টেপ
  • স্টিল রুল
  • ওয়াল প্রস্ত কাটিং মেশিন
  • প্রাইন্ডিং মেশিন
  • মার্কিং টুলস

শাওয়ার রোজ বসানোর জন্য গ্রুপ কাটার পদ্ধতি
শাওয়ার রোজ বসানোর জন্য গ্রুভ কাটার পদ্ধতি নিম্নে দেয়া হলো:

  • গ্রুভ কাটার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালমাল সংগ্রহ করতে হবে।
  • ড্রইং অনুযায়ী দেয়ালে লে-আউট তৈরি করতে হবে।
  • লে-আউট অনুযায়ী দেয়ালে মার্কিং করতে হবে।
  • মার্কিং অনুযায়ী গ্রাইডিং মেশিন বা গ্রুভ কাটিং মেশিন দিয়ে দেয়াল কাটতে হবে।
  • হ্যামার ও কোল্ড চিজেল দিয়ে গ্রুন্ডটি ঠিক মত করতে হবে এবং পরিষ্কার করে পাইপ বসানোর উপযোগী করতে হবে।
  • তৈরিকৃত গ্রুভের মাপ পরীক্ষা করতে হবে।
  • কাজ শেষে কাজের জায়গা পরিষ্কার করে এবং যন্ত্রপাতি পরিষ্কার করে জমা দিতে হবে।

শাওয়ার রোজ বসানোর জন্য উচ্চতা
শাওয়ার রোজ আমরা গোসলের জন্য ব্যবহার করে থাকি।  গোসলের সুবিধার্থে শাওয়ার রোজ মাথার উপরে স্থাপন করা হয়। সেজন্য শাওয়ার রোজ এর অবস্থান সাধারণত ফ্লোর থেকে ২.০ মিটার বা ৬.৫ ফুট উপরে রাখা হয়। ১.২.৪ ১/২” ইঞ্চি বা ১২.৫মিমি পাইপ গ্রুভের মধ্যে বসাতে গ্রুভের উভয় দিকে ক্লিয়ারেন্সের পরিমাণ ওয়ালে পাইপ বসানোর জন্য গ্রুভ কাটতে হয়। গ্রুভের উভয় পার্শ্বে পাইপের ব্যাসের চেয়ে একটু বেশী পরিমানে গ্রুভ করতে হয় যাতে পাইপটি ঠিকভাবে গ্রুভের মধ্যে বসানো যায়। সাধারনত: ১/২" ইঞ্চি বা ১২.৫মিমি পাইপ গ্রুভের মধ্যে বসাতে পাইপের উভয় দিকে ১/২" করে মোট ১” ইঞ্চি বা ২৫মিমি ক্লিয়ারেন্স রাখতে হবে।

শাওয়ার - Shower - শাওয়ার অর্থ কি - shower অর্থ কি - shower installation

প্রয়োজনের অতিরিক্ত গ্রুভ কাটার সমস্যা
প্রয়োজনের অতিরিক্ত গ্রুভ করলে নিম্নের সমস্যাসমূহ দেখা দিতে পারে:

  • পাইপ আটকাতে অতিরিক্ত মালামাল লাগবে ।
  • পাইপের এলাইনমেন্ট পরিবর্তন হবে এবং গ্রুভের
  • খরচের পরিমাণ বেড়ে যাবে মধ্যে ঠিকমত না বসে নড়াচড়া করবে।
  • পাইপ গ্রুভের মধ্যে ধরে রাখার জন্য বাড়তি ক্লাম্পের প্রয়োজন হবে।

গ্রুপের  ভিতর শাওয়ার পাইপ লাইন স্থাপন (Installation Shower pipe line in theGroove)

ক্ষতের ভিতর শাওয়ার পাইপ লাইন স্থাপন পদ্ধতি

গ্রুন্ডের বিভর শাওরার পাইপ লাইন বসানোর পদ্ধতি নিয়ে সেরা হলো:
  1. জলন্ত কাটার স্থান পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে।
  2. একের ভিতর পাইপ বসানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহ করতে হবে।
  3. গ্রুডের ভিতর পাইপ লাইন বসানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ পাইপ কেটে নিতে হবে।
  4. পাইপ থ্রেড কেটে নিয়ে বিব কক, স্টপ কৰু এবং টি ইত্যাদি সেট করে পাইপটি গ্রুপ্তের মধ্যে সাতে হবে।
  5. পাইপ বসানোর পর পাইপকে যথাযথ স্থানে আটকানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ক্লাম্প দিয়ে আটকাতে হবে।
  6. সিমেন্ট মর্টার এর সাহায্যে এন্ডটি বন্ধ করতে হবে। কুর্নি ও ঊষা দিয়ে বাহিরের প্লাস্টারের লেভেলে প্লাস্টার করতে হবে।
  7. কাজ শেরে কাজের জায়গা পরিষ্কার করে এবং বস্ত্রপাতি পরিষ্কার করে জমা দিতে হবে।

শাওয়ার রোজের প্রকারভেদ
শাওয়ার হেডের উপর ভিত্তি করে আট ধরনের শাওয়ার রোজ ব্যবহার করা হয়। তালিকা দেয়া হলো।

  • বিচ্ছিন্ন, সমপূর্ন শাওয়ার হেড (Detachable, Adjustable Shower Heads)
  • পানি সাশ্রয় শাওয়ার হেড Water-Saving Shower Heads)
  • বৃষ্টি শাওয়ার হেড (Rain Showers Heads)
  • উচ্চ চাপ শাওয়ার হেড (High-Pressure Shower Heads)
  • ভাবল পাওয়ার হেড (Double Shower Heads)
  • আউট ডোর শাওয়ার হেড (Outdoor Shower Heads)
  • জলপ্রপাত শাওয়ার (Waterfall Shower.)
  • ফিল্টারড শাওয়ার হেড (Filtered Shower Heads)

ভাগ শাওয়ার হের নির্বাচনের বিবেচ্য বিষ ভাল শাওয়ার হেড নির্বাচনের জন্য নিজের বিষয়সমূহ বিবেচনা করতে হবে

  • খরচের পরিমাণ
  • শাওয়ারের আকার এবং উচ্চতা
  • প্রয়োজনীয় পানির প্রেসার
সংরক্ষণ প্রক্রিয়া

ফ্লোর থেকে শাওয়ার রোজ এবং বিব কক্ষের উচ্চতা
বিব কক

কোন উন্মুক্ত পাইপ লাইনের প্রাপ্ত বা অন্য কোন পয়েন্ট থেকে পানি পেতে বিব কক বা ৰিৰ ট্যাপ ব্যবহার করা হয়। বাথরুম, কিচেন ইত্যাদি জারগার ওপেন লাইনে বিব কক বসানো হয়। এগুলো সাধারণত পিতল, নিকেল প্লেটেড ও প্লাস্টিকের হয়ে থাকে।শাওয়ায় রোজের উচ্চতা ফ্লোর থেকে শাওয়ার রোজের উচ্চতা সাধারনত: ২.০ মিটার বা ৬.৫ ফুট হয়ে থাকে।বিব ককের উচ্চতা ফ্লোর থেকে বিব করে উচ্চতা ৬৩.ছেলেন্টিমিটার বা ২৫ ইঞ্চি ।

ফ্লোর থেকে কনসিল স্টপ কক এর উচ্চতা
কনসিল স্টপ কক :

পানি প্রবাহ নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। এটি কে দেয়ালের ভিতরে স্থাপন করা হয় বলে একে কনসিন্ড স্টপ কক বলে। কোন পাইপের ভিতর দিয়ে পানির প্রবাহ বন্ধ করতে বা প্রবাহিত করতে কনসিভ পরুক ব্যবহৃত হয়। কনসিল স্টপ কর এর উচ্চতা ফ্লোর থেকে কনসিল স্টপ কক এর উচ্চতা ৪২ ইঞ্চি বা ১০৬ সেন্টিমিটার।শাওয়ার রোজ এ পরম ও ঠাণ্ডা পানির লাইনের মধ্যবর্তী দূরত্ব শীতের সময় গোসলের জন্য বাথরুমে গরম পানির প্রয়োজন হয়। বাথরুমে ঠান্ডা পানি ব্যবহারের সাথে সাথে যাতে গরম পানি ব্যবহার করা যায় এজন্য গরম পানির লাইনের ব্যবস্থা রাখা হয়। শাওয়ার রোজ এ পরম ও ঠাণ্ডা উভয় পানি ব্যবহার করার জন্য পাশাপাশি দু'টি লাইন বসানো হয়। পরম ও ঠান্ডা লাইনের মধ্যবর্তী দুরত্ব সাধারণত ২-৬ ইঞ্চি বা ৫ সেমি.-১৫সেমি রাখা হয়।

পাওয়ার রোজ এর প্রয়োজনীয়তা
আধুনিক যুগে শহরাঞ্চলে গোসল করার জন্য পুকুর নেই বললেই চলে। এজন্য গোসল করার জন্য বাথরুমের উপর নির্ভর করতে হয়। আর বাথরুমে গোসল করার জন্য শাওয়ার রোজ স্থাপন প্রয়োজন। গোসলের জন্য আমরা গরম ও ঠান্ডা উভয় প্রকার পানি সহজেই শাওয়ার রোজ ব্যবহার করে পেতে পারি। এ সুবিধা এবং পানির অপচয় রোধের জন্য শাওয়ার রোজ এর প্রয়োজন।

কাজের ধারা

  • শাওয়ার রোজে স্থাপনের জন্য ড্রইং অনুযায়ী লে-আউট করে মার্কিং কর।
  • দেয়ালে মার্কিং অনুযায়ী এন্ড কাটিং মেশিন বা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ওয়ালে এড কর।
  • কোল্ড চিজেন ও হ্যামারের সাহায্যে পাইপ লাইন বসানোর জন্য এ ঠিকমত কর এবং পরিষ্কার করা।
  • প্রয়োজনীয় মাপের জি আই পাইপ নিয়ে গ্রেড কেটে এলবো, টি, সকেট ইত্যাদি সংযোগ করে গ্রুভের মধ্যে প্রবেশ করাও।
  • শাওয়ার রোজের অবস্থান অনুযায়ী নির্দিষ্ট উচ্চতায় এলবো ও টি সংযোজন কর।
  • সিমেন্ট মর্টার এর সাহায্যে পাইপ জ্যাম কর।
  • পাইপের লিকেজ পরীক্ষা কর।
  • এখন গ্রুভটি মশলা দ্বারা ভর্তি কর। কুর্নি ও ঊষা বা সরপাটা এর সাহায্যে প্লাস্টার করে গ্রুন্ডটি বন্ধ কর।
  • লেভেল যন্ত্রের সাহায্যে প্লাষ্টারের লেভেল পরীক্ষা কর।
  • উপরের এলবোতে শাওয়ার রোজ এবং টি তে বিব কক সংযোগ কর।
  • শাওয়ার রোজ এবং বিব ককের মাঝে স্টপ কক বসাও।
  • স্টপ ককের সাহায্যে শাওয়ার রোজে পানি সরবরাহ ও বন্ধ হচ্ছে কিনা পরীক্ষা কর।
  • কাজ শেষে জায়গা পরিষ্কার করে এবং যন্ত্রপাতি পরিষ্কার করে জমা দাও।

কাজের সতর্কতাঃ

  • কাজ করার সময় প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করে জবটি সম্পন্ন করতে হবে
  • সতর্কতার সাথে মেশিন দিয়ে দেয়াল কাটতে হবে, যাতে হাত না কাটে
  • কাজ করার সময় সর্ট সার্কিট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে
  • কোল্ড চিজেল দিয়ে দেয়াল কাটা বা পরিষ্কার করার সময়, হ্যামার দিয়ে আঘাত করার সময় যেন হাতে আঘাত না লাগে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url