বাথটব - bathtub installation detail - bathtub waste drain - বাথটব স্থাপন

বাথটব - bathtub installation detail - bathtub waste drain - বাথটব স্থাপন
বাথটব - bathtub installation detail - bathtub waste drain - বাথটব স্থাপন

 বাথটব স্থাপন Bathtub Installation

বাথটব - bathtub installation detail - bathtub waste drain - বাথটব স্থাপন

মানুষ গোসল করার জন্য পুকুর, নদী, খালের পানি ইত্যাদি ব্যবহার করে আসছে। সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হতে থাকে। ইট পাথরের বিশাল অট্টালিকায় আধুনিকতার ছোয়া পেতে বাথটাব ব্যবহার করা হয়। বাঘটাৰ গোসলের ক্ষেত্রে এক আধুনিকতার ছোঁয়া। বাঘটাব ব্যবহার করে নিরাপদ ও আরামদায়ক ভাবে গোসল করা যায়। আমাদের দেশে শহরে বার্থটাবের প্রচলন অধিক পরিমাণে দেখা যায় । এ অধ্যায় সম্পন্ন করার পর শিক্ষার্থী জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মেনে বাঘটাব, ৰাঘটাৰ শাওয়ার, স্থাপন করতে পারবে।

বাথটব সম্পৰ্কে ধারণা (Ideas About Bathtub

পুকুরের বিকল্প হিসেবে বাথটাব ব্যবহার করা হয় অর্থাৎ বাড়ির ভিতরে আরামদায়কভাবে গোসল করার জ যে পাত্র ব্যবহার করা হয় তাই বাথটাব। বাঘটাৰ স্টেইনলেস স্টিল, আরসিসি, প্লাস্টিক এবং ইটের তৈরি হয়ে থাকে । এতে গরম ও ঠান্ডা পানি ব্যবহারের ব্যবস্থা থাকে ।

বাথটাবের বিভিন্ন অংশের নাম (Name of Different parts of Bathtub )

  • প্যাসকেট
  • ওভার কো পাইল
  • ফেলজি কানেকটর
  • বাথটব সাউড
  • ঠাণ্ডা পানির সাপ্লাই লাই
  • ব্যাকনাট
  • ওয়েস্ট আউটলেট
  • রিম
  • ইনসুলেশন ভাষ
  • মিক্সার ফাসেট
  • ফেডরিটিভ প্যানেল
  • হট ওয়াটার সাপ্লাই পাইপ

সেপ বা আকার অনুসারে বাথটাব (Bathtub According to Shape or Size)

  • আয়তাকার
  • বর্গাকার
  • গোলাকার
  • ত্রিভুজকার

বাথটাবের ব্যবহারের সুবিধা (The advantage of using bathtab)

  • বাথটাব-এ আরামদায়কভাবে গোসল করা যায়।
  • বাথটাব নিজের প্রয়োজন মত পানি ভর্তি করা যায়।
  • বাথটাব সহজে পরিষ্কার করা যায়।
  • বাথটাব চার দেয়ালে আবদ্ধ থাকে তাই নিরাপত্তার সহিত ব্যবহার করা যায় ।

বাথটাব স্থাপনের প্রক্রিয়া (The process of placing the bathtub)

  • ড্রইং অনুসারে বাথটাব যেখানে স্থাপন করা হবে সেখানে লে-আউট করতে হবে।
  • লে-আউট অনুসারে বাঘটাৰ ফ্রেম তৈরি করতে হবে ।
  • বাটাৰ এয়েস্ট এবং ওয়েস্ট পাইপ বাখটার এর সাথে সেট করতে হবে।
  • বাথটাৰ মিক্সার বাঘটাৰ এর সাথে সেট করতে হবে।
  • গরম এবং ঠান্ডা পানির লাইন সংযোগ দিতে হবে। ৬. ওভার ফ্লো লাইন কানেকশন দিতে হবে।
  • বাথটাব ফ্লোর থেকে ১৪ থেকে ১৬ ইঞ্চি উচ্চতায় বসাতে হবে।

 বাথটবের লে-আউট প্রক্রিয়া (Bathtub layout process)

ড্রইং দেখে বাখটার যেখানে স্থাপন করা হবে তা নির্ধারণ করতে হবে । সেই অনুসারে বাথটাব এর লে- আউট করতে হবে । লে-আউট ঠিক না হলে বাথটাবের জন্য যে দেয়াল তৈরি করা হবে তা সঠিক হবেনা ।

বাথটব - bathtub installation detail - bathtub waste drain - বাথটব স্থাপন

বাথটব ওয়েস্ট (Bathtub Waste)

পানি নির্গমনের জন্য বাথটাব এর সাথে বাখটাৰ ওয়েস্ট সেট করতে হ্যা। ওরেস্ট ব্যবহারের ফলে উপর থেকে কোনো বড় ময়লা ভিতরে যেতে পারেনা এবং বাহির থেকেও কোনো বড় ময়লা ভিতরে প্রবেশ করতে পারেনা।


বাথটব ওয়েস্ট লাইন (Bathtub Waste Line) 

ওয়েস্ট পাইপ দ্বারা যে পানি নির্গম হয় তা বাহিরে বের করে দেয়ার জন্য ওয়েস্ট এর সাথে ওয়েস্ট ওয়াটার পাইপ সংযোগ দেয়া হয়। এ পাইপের মাধ্যমে ওয়েস্ট ওয়াটারকে নিষ্কাশন করা হয় ।

বাথটব এর জন্য ইটের দেয়াল তৈরি পদ্ধতি ( Method of making brick wall for bathtub)

বাথটাব বসানোর জন্য কখনও কখনও ইটের দেয়াল তৈরি করতে হয়। বাথটাবের সাইজ অনুযায়ী এ দেয়াল তৈরি করতে হবে। দেয়াল তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী মসলা তৈরি করতে হবে । মসলা তৈরি করার পর এ মসলা ব্যবহার করে একটি ইটের উপর আর একটি ইট সাজিরে সেরাল তৈরি করতে হবে। দেয়াল তৈরির পর এর মাপগুলো সঠিক ভাবে চেক করতে হয়। এ ভাবেই ইটের দেয়াল তৈরি করতে হয়।

সেন্সর টাইপ ফসেট এর কাজ (Work of sensor type Fancet)

বর্তমানে বাথটাব এ সেলর টাইপ ফসেট ব্যবহার করা হয় যাতে হাতের স্পর্শ পেলেই পানি বের হয়। আবার হাত সরে গেলেই পানি বন্ধ হয়ে যায়


কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা (Clean the work place)

কাজ শুরু করার পূর্বে এবং পরে কর্মক্ষেত্র পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন ধরনের ক্লিনিং ইকুইপমেন্ট পাওয়া যায়। কার্যকরী ইকুইপমেন্ট ব্যবহার করলে অল্প সময়ে কাজটি সম্পন্ন করা সম্ভব।

কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় (Things to do to clean Workplace)

  • বাথটাবের কাজের স্থানে আবর্জনা এবং বর্জ্য অপসারণ করতে হবে 
  • বাথটাবের কাজের জায়গায় ভিজা এবং শুকনো মালামাল আলাদা করতে হবে
  • ময়লা আবর্জনা পরিষ্কার করে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে
  • কাজ শেষে কাজের জায়গা পরিষ্কার করতে হবে

ওয়ার্কশপে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ (Equipment maintenance in the work shop) 

কোন ওয়ার্কশপ বা কারখানাকে সচল রাখতে যন্ত্রপাতির পরিকল্পিত রক্ষণাবেক্ষণ একান্ত অপরি। न বা যন্ত্রপাতির নষ্ট বা ক্ষয় কমানোর জন্য এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য যন্ত্রপাতি পরিকল্পিত ও আদর্শ রক্ষণাবেক্ষণাগারের ব্যবস্থা করা দরকার।

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

  • অ্যাপ্রন
  • সেফটি সু
  • মাস্ক
  • সেফটি গগলস
  • ইয়ার প্লাগ
  • হ্যান্ড গ্লোভস
  • হেলমেট

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস,ইকুইপমেন্ট, মেশিন)

  • এ্যাডজাস্টেবল রেঞ্চ
  • হ্যামার
  • কোল্ড চিজেল
  • ইলেকট্রিক হ্যান্ডড্রিল মেশিন
  • স্পিরিট লেভেল
  • মেজারিং টেপ
  • কোদাল
  • বেলচা
  • পাইপ রেঞ্চ
  • কুর্নি
  • প্লাম্ব বব
  • হ্যান্ড ড্রাইয়ার / সেন্সর টাইপ
  • হোয়াইট
  • পুটিং
  • মাল্টি প্লাগ
  • রয়েল প্লাগ
  • কানেকশন পাইপ
  • এঙ্গেল স্টপ কক
  • সিমেন্ট
  • ইট
  • বালু
  • স্ক্রু
  • থ্রেড টেপ
  • লিকুইড বক্স
  • হ্যান্ড শাওয়ার
  • টি
  • পি-ট্র্যাপ
  • বাথটাব ওয়েস্ট
  • ওভার ফ্লো পাইপ
  • বাথটাব ওয়েস্ট
  • ওভার ফ্লো পাইপ
  • বাথটাব মিক্সার/সেন্সর
  • হ্যান্ড শাওয়ার
  • ইমারজেন্সি সাট অব ভাল্ভ

কাজের ধারা

  • যেখানে বাথটাব স্থাপন করা হবে সেখানে ড্রইং অনুযায়ী লে-আউট কর।
  • লে-আউট অনুযায়ী বাথটাব স্থাপন করার জন্য ফ্লোর কেটে ট্র্যাপ স্থাপন কর
  • বাথটাব স্থাপন করার জন্য লে-আউট অনুযায়ী ইটের দেয়াল তৈরি কর এবং তৈরি করার পর ড্রইং অনুযায়ী মেজারমেন্ট চেক কর।
  • বাথটাব স্থাপনের আগে বাথটাব এর সাথে ভালোভাবে বাথটাব ওয়েস্ট সেট কর যাতে আলগা না থাকে।
  • ইটের দেয়ালের উপর বাথটাব বসিয়ে ওরেস্ট এর সাথে ভয়েস পাইপ লাইন ভালোভাবে সংযোগ কর যাতে কোন ফাঁকা / ছিদ্র না থাকে ।
  • বাঘটাব স্থাপন করার পর লেভেল মেশিন দ্বারা লেভেল চেক কর যাতে কোনো দিক উঁচু নিচু না থাকে ।
  • হ্যান্ড শাওয়ার, লিকুইড বক্স, টাওয়েল রেইল, সটি অব ভাত মিউজিক বক্সসহ বাঘটাৰ লেট কর।
  • বাথটাব সেট করার পর মেইন পানির লাইন এর সাথে সংযোগ কর।
  • বাঘটার এর সাথে পানির লাইন সংযোগ দেয়ার পর পানি ছেড়ে ভর্তি করে দেখ কোথাও কোনো লিক আছে কিনা যদি কোথাও লিক থাকে তাহলে সেই যায়গা দিয়ে পানি বের হতে থাকবে ।
  • কাজ শেষে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো যথাযথভাবে পরিষ্কার করে সঠিক স্থানে রেখে দাও।
  • কাজ শেষ করে যন্ত্রপাতিগুলো গুছিয়ে রাখার পর কাজের জায়গা সুন্দরভাবে পরিষ্কার কর।

কাজের সতর্কতা

  • বাথটাব ওয়েস্ট সঠিকভাবে লাগাতে হবে।
  • বাথটাব সতর্কতার সাথে বহন করতে হবে।
  • ইটের দেয়াল শক্ত না হলে বাথটাব বসানো যাবে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url