বেসিন - Types of Basin - সিংক স্থাপন - Sink Installation - Towal Rail

 বেসিন - Types of Basin - সিংক স্থাপন - Sink Installation - Towal Rail
বেসিন - Types of Basin - সিংক স্থাপন - Sink Installation - Towal Rail

বেসিন - Types of Basin - সিংক স্থাপন - Sink Installation - Towal Rail

বেসিন এবং সিংক স্থাপন Basin and Sink Installation

প্লাম্বিং এর বিভিন্ন ফিটিংস এবং ফিক্সার সম্পর্কে ধারণা লাভ করেছি। এ অধ্যায়ে আমরা বেসিন এবং সিকে ফিক্সার স্থাপন সম্পর্কে ধারণা অর্জন করব। শহরে জীবনে যত সুখ ধোয়ার করা জ বেসিন এবং থালাবাসন, আড়ি পাতিল, মাছ মাংস, শাক সবজি ইত্যাদি ঘোয়ার জন্য রান্নাঘরে সিংক ব্যবহার করে। আমাদের দেশে গ্রামে এখনও বেসিন এবং সিংক এর প্রচगন নাই বললেও চলে। তবে ইদানিং গ্রামে বিল্ডিং নির্মাণ হচ্ছে, সেখানে সিংক এবং বেসিন ব্যবহার করছে। বর্তমানে বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প কারখানা সকল স্থানেই বেসিন এবং সিংক স্থাপন করা হচ্ছে। এই অধ্যায়ে এগুলোর প্রকারভেদ ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে এ অধ্যায় সম্পন্ন করার পর শিক্ষার্থী লুকিং গ্লাস, গ্লাস সেলফ, টাওয়াল রেইল, সোপকেস, হ্যান্ড ড্রাইয়ার লাগানোসহ বেসিন এবং সিংক স্থাপন করতে পারবে।

বেসিন, সিংক লুকিং গ্লাস, গ্লাস সেলফ, টাওয়াল রেইল, সোপকেস, হ্যান্ড ড্রাইয়ার সম্পর্কে ধারনা (Ideas about Basin, sink, looking glass, glass shelve, towel rail, soap case, hand dryer)

ফিক্সার (Fixture)

বাসাবাড়ি, অফিস আদালত, শিল্প-কারখানা হতে ব্যবহৃত পানি বা অন্যান্য তরল ও বর্জ্য পদার্থ স্বয়ংক্রিয়ভাবে নিষ্কাশনের জন্য প্লাম্বিং সিস্টেমে যে সব পাত্র ব্যবহার করা হয় তাই ফিক্সার। যেমন- বেসিন, সিংক, বাথটাব, ইউরিন্যাল ইত্যাদি।

বেসিন (Basin)

হাত মুখ ধোয়ার জন্য যে পাত্রটি ব্যবহার করা হয় তাহাই বেসিন। এটি চিনামাটি, স্টিল, নিকেল প্লেটেড ও পিতল আচ্ছাদিত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয়। এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। বেসিন সাধারণত বাথরুমের ভিতরে ও বাইরে খাবার ঘর ও বসার ঘরের সুবিধাজনক স্থানে স্থাপন করা হয়।

বিভিন্ন রকমের বেসিন (Different Types of Basin)

  • ওয়াল হ্যাংগ টাইপ (Wall Hung Type)
  • লেগ টাইপ (leg Type)
  • প্যাডেস্টাল টাইপ (pedestale Type)
  • ক্যাবিনেট টাইপ (Cabinet Type)
  • কর্নার টাইপ (Comer Type)

বেসিন এর প্রয়োজনীয়তা (Necessity of Basin)

  • হাত মুখ ধোয়ার জন্য
  • কফ, থুহু ইত্যাদি যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য
  • টুথ ব্রাস করে টুথ পিক বেলার জন্য

সিংক সম্পর্কে ধারণা (Ideas about Sink)

সিংক সাধারণত স্টেইনলেস স্টিল, নিকেল প্লেটেড ও শিতল আচ্ছাদিত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয়। এটি সাধারণত রান্না ঘরের দেয়ালে ব্র্যাকেট অথবা পাদণ্ডের সাহায্যে ১০ সে:মি: উচুতে স্থাপন করা হয়। এটির সাথে গরম ও ঠাণ্ডা পানির লাইন সংযোগ করা হয়। বাউল এবং ট্রে এর উপর ভিত্তি করে সিংকের শ্রেণিবিভাগ করা হয়।

বেসিনের প্রয়োজনীয়তা (Necessity of Sink )

  • খালা বাসন, বাড়ি পাতিল, গ্লাস, মল, কাপ গ্রিস, চামচ ধোয়ার জন্য সিকে প্রয়োজন
  • তরিতরকারি, শাক-সবজি ধোয়ার জন্য শিং প্রয়োজন
  • মাছ মাংস ধোয়ার জন্য সিংক প্রয়োজন

আকৃতি অনুসারে সিংকের প্রকারভেদ আকৃতি অনুসারে ইয়া চার প্রকার। যথাযঃ

  • সিঙ্গপল বাউল সিঙ্গেল ট্রে
  • সিঙ্গেল ৰাউল ডাবল ট্রে
  • ডাবল বাউল সিঙ্গেল ট্রে
  • ডাবল বাউল ডাবল ট্রে

সিংকে ব্যবহৃত ফিটিংস সমূহ (Fitting Used in Sink)

  • সিংক কক
  • সিংক ওয়েস্ট
  • সিংক ওয়েস্ট পাইপ
  • সিংক ওয়েস্ট ব্যাঙ্ক নাট
  • চেইন প্লাগ

লুকিং গ্লাস সম্পর্কে ধারণা (Idens about Looking Class)
নিজেকে দেখার জন্য লুকিং গ্লাস ব্যবহার করা হয়। লুকিং গ্লাস সাধারণত বেসিন এর উপরে স্টীল আলমিরার সাথে ড্রেসিং টেবিলে এবং বাথরুমের দেয়ালে স্থাপন করা হয়

বেসিন - Types of Basin - সিংক স্থাপন - Sink Installation - Towal Rail

গ্লাস সেলফ এর প্রয়োজনীয়তা (Requirements of Glass Shelve)

গ্লাস সেলফ সাধারণত লুকিং গ্লাসের নিচে, দেয়ালের কর্ণারে স্থাপন করা হয়। গ্লাস সেলফ এর উপর গোসল সামগ্রী যেমন- শ্যাম্পুদানি, সেভিং লোশন, ব্রাশ, পেস্ট, ব্রাশদানিসহ আরো অনেক কিছু রাখা যায়। গ্লাস সেলফ থাকার কারণে উপরোক্ত মালামাল এক সাথে রাখা যায় । মালামালগুলো একত্রে থাকলে ব্যবহারে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। এ জন্যই গ্লাস সেলফ প্রয়োজন হয়।

টাওয়াল রেইল এর প্রয়োজনীয়তা (Requirements of Towel Rall)
টাওয়াল সাধারণত হাত, মুখ, মাথা এবং শরীর মোছার কাজে ব্যবহার করা হয়। টাওয়াল রাখার জন্য যে রেইল লাগানো হয় তাহাই টাওয়াল রেইল। গোসলখाना, ডাইনিং এ বেসিন এর পাশে টাওয়াল রেইল স্থাপন করা হয়। উপরোক্ত রেইলে বিভিন্ন আকারের টাওয়াল রাখা হয়।

সাবানদানি এর প্রয়োজনীয়তা (Soup Case Requirements)
সাবান রাখার জন্য যে ফিটিংসটি সাধারণত বেসিন এর পাশে এবং গোসল খানার দেয়ালে স্থাপন করা হয়। তাহাই সাবানপানি।

হ্যান্ড ড্রাইয়ার এর প্রয়োজনীয়তা (Iand dryer Requirments)

হাত শুকানোর জন্য হ্যান্ড ড্রাইবার ব্যবহার করা হয়। এটার সাথে ইলেকট্রিক লাইন সংযোগ থাকে । হ্যান্ড ড্রাইয়ার এর মাধ্যমে খুব তাড়াতাড়ি হাত শুকানো যায় । তাই খুব তাড়াতাড়ি হাত শুকানোর জন্য হ্যান্ড ড্রাইয়ার প্রয়োজন হ্যান্ড ড্রাইয়ার সাধারণত বড় বড় হোটেল, রোেরা ইত্যাদির বাথরুমে ব্যবহার করা হয়।

ওয়ান হ্যাংগ টাইপ বেসিন এর বিভিন্ন অংশসমূহ (Different Parts of Wall Hang Basin)

  • বেসিন
  • ওয়াসার
  • ওয়েস্ট
  • প্লাস্টিক ওয়াশার
  • ওয়াশার
  • কানেকশন পাইপ
  • লক নাট
  • বোতল ট্রাপ

প্যাডেস্টাল টাইপ বেসিন এর বিভিন্ন অংশ সমূহ (Different Parts of podestal Basin)

  • বেসিন
  • ফ্লােক্সিবল কানেকটর
  • বেসিন ওয়েনাট
  • ওয়েস্ট
  • বোতল ট্র্যাপ
  • ভালব
  • পেডেস্টাল
  • ওয়েস্ট আউটলেট পাইপ

লুকিং গ্লাস, গ্লাস সেলফ, টাওয়াল রেইল, সোপকেস, হ্যান্ড ড্রাইয়ার লাগানোসহ
সিংক স্থাপন করার জন্য ব্যবহৃত মালামাল সমূহ

লুকিং গ্লাস, প্লাস লেক, টাওয়াল রেইল, সোগকেল, হ্যান্ড ডাইয়ার লাগানোসর বেসিন এবং সিংক স্থাপন করার জন্য মালামাল এর তালিকা

  • সিংক
  • বেসিন
  • সিংক ব্র্যাকেট
  • বেসিন ব্রাকেট
  • সোপকেস
  • টাওয়েল রেইল
  • গ্লাস সেফ
  • লিকুইড ডিসপেনসার
  • মাল্টি প্লাগ
  • পুটিন
  • স্ক্রু
  • লুকিং গ্লাস
  • হোয়াইট সিমেন্ট
  • রয়েল প্রাপ

লুকিং গ্লাস, গ্লাস সেলফ, টাওয়াল রেইল, সোপকেস, হ্যান্ড ড্রাইয়ার লাগানোসহ বেসিন এবং সিংক স্থাপন করার জন্য ব্যবহৃত টুলস সমূহ লুকিং গ্লাস, গ্লাস সেলফ, টাওয়াল রেইল, সোপকেস হ্যান্ড ড্রাইবার লাগানোসহ বেসিন এবং সিংক স্থাপন করার জন্য টুলস এর তালিকা

  • পাইপ ব্রেঞ্চ
  • এ্যাডজাস্টেবল রেন্স
  • হ্যামার
  • ইলেকট্রিক হ্যান্ডছিল মেশিন।
  • লেভেল
  • স্টার স্ক্রু ড্রাইভার
  • ফ্ল্যাট স্ক্রু ডাইভার
  • চিজেল
  • মেজারিং টেপ
  • সেন্টার পাঞ্চ
  • ওপেন এন্ডেড

বেসিন, সিংক, লুকিং গ্লাস, গ্লাস সেলফ টাওয়াল হেইল, সোপকেস, হ্যাভ ড্রাইয়ার স্থাপন পদ্ধতি

  • Placing Basin,
  • looking glass
  • glass shelve,
  • towel rail,
  • soap case,
  • hand dryer

বেসিন স্থাপন করার পদ্ধতি (Method of Placing Basin)

  • প্রথমে যে জায়গায় বেসিন স্থাপন করতে হবে সেখানে লে-আউট করতে হবে
  • লে-আউট বরাবর গ্রুন্ড কেটে ক্যান্টিলিভার ব্রাকেট স্থাপন করতে হবে
  • কেন্টিলিভার ব্রাকেট বসানোর পর লেভেল চেক করতে হবে
  • লেভেল চেক করার পর ব্রাকেট এর উপর বেসিন স্থাপন করতে হবে
  • প্যাডেন্টাল বেসিন হলে ছিল করে বেসিন স্ক্রু বসিয়ে প্যাডেষ্টাল বেসিন স্থাপন করতে হবে
  • বেসিন সাধারণত ৩২ থেকে ৩৫ইঞ্চি(৮০ সে.মি থেকে ৮৭.৫ সে.মি)উচ্চতায় স্থাপন করতে হবে

লুকিং গ্লাস স্থাপন করার পদ্ধতি (Method of Placing looking glass)

  • প্রথমে যে জায়গায় লুকিং গ্লাস স্থাপন করতে হবে সেখানে লে-আউট করতে হবে
  • লে আউট বরাবর মার্ক করে লাগানোর জন্য ছিদ্র করতে হবে।
  • ডিগ্র করার পর রয়েল প্লাগ ছিদ্রে ঢুকাতে হাবে
  • এনা পত্র লুকিং গ্লাস সেট করে স্ক্রিপ গুলো স্ক্রু দ্বারা আটকাতে হবে
  • লুকিং গ্লাস ফ্লোর থেকে ৪০ ইঞ্চি (১০০ সে.মি) উচ্চতায় স্থাপন করতে হবে

টাওয়াল রেইল স্থাপন করার পদ্ধতি (Method of Placing Towal Rail

  • প্রথমে যে জান্নণায় টাওয়াল রেইল স্থাপন করতে হবে সেখানে লে-আউট করতে হবে
  • লে-আউট বরাবর মার্ক করে স্ক্রু লাগানোর জন্য ছিদ্র করতে হবে
  • ছিত্র করার পর রয়েল প্লাগ ছিদ্রে ঢুকাতে হবে
  • এর পর টাওয়েল রেইল লেট করে ফ্ল যারা আটকাতে হবে
  • ফ্লোর থেকে ৪৮ ইঞ্চি (১২০ সে.মি) উচ্চতায় স্থাপন করতে হবে

সোপকেস স্থাপন করার পদ্ধতি (Method of Placing Soap Case)

  • প্রথমে যে জারগার সোপ কেস স্থাপন করতে হবে সেখানে লে-আউট করতে হবে
  • লে-আউট বরাবর মার্ক করে ক্রু লাগানোর জন্য ছিদ্র করতে হবে
  • ছিদ্র করার পর রয়েল প্লাগ ঢুকাতে হবে
  • এর পর সোপ কেস সেট করে স্ক্রু দ্বারা আটকাতে হবে

সিংক স্থাপন সম্পর্কে ধারনা (Concept on Placing Sink )

সিংক স্থাপন করার পদ্ধতি (Method of Piacing Sink )

  • প্রথমে যে স্থানে সিংক বসবে সেখানে লে-আউট করতে হবে
  • লে- আউট বরাবর এন্ড কেটে ক্যান্টিলিভার ব্রাকেট স্থাপন করতে হবে
  • ক্যান্টিলিভার ব্র্যাকেট ক্যানোর পর লেভেল চেক করতে হবে
  • লেভেল চেক করার পর ব্রাকেট এর উপর সিংক স্থাপন করতে হবে চিত্র ১.১০: সিংক স্থাপন
  • কেবিনেট সিংক হলে প্ল্যাকের উপরে গ্রুভ কেটে গ্রুন্ড ভিতরে স্থাপন করতে হবে
  • সিংক ৯০ সেন্টিমিটার উচ্চতায় স্থাপন করতে হবে

সিংক ব্রাকেট স্থাপন পদ্ধতি (Method of Placing Sink braket)

সিংক যে স্থানে বসানো হবে সেই স্থানে লে-আউট বরাবর মার্কিং করতে হবে । সিংক ব্রাকেট দু' ভাবে স্থাপন করা হয়। এর একটি হলো দেয়াল ছিদ্র করে অন্যটি হলো ড্রিল করে। যদি ছিত্র করে লাগাতে হয় তাহলে ব্রাকেট লাগানোর পর মসলা দিয়ে ব্রাকেট এর চতুর্দিকে গর্ত ভরাট করে দিতে হবে এবং ব্রাকেট এর নিচে সাপোর্ট দিতে হবে। আর যদি ড্রিল করে লাগানো হয় তাহলে রয়েল প্লাগ ও ক্রু দিয়ে লাগাতে হবে এখানে কোনো সাপোর্ট এর প্রয়োজন হয়না।

বেসিন - Types of Basin - সিংক স্থাপন - Sink Installation - Towal Rail

স্লাবের গ্রুভে সিংক স্থাপন
স্ল্যাব যখন ঢালাই দেয়া হয় তখনই সিংক এর সাইজ অনুযায়ী চতুর্দিকে খাঁজ রেখে ঢালাই দেয়া হয় । এই খাজের ভিতরে সিংক বসাতে হয়। বসাতে গিয়ে কোথাও কোথাও কোনো সাইড কাটতে হয় আবার কোথাও সাপোর্ট দিতে হয় যেখানে যেভাবে প্রয়োজন সেই রকম করেই গ্রুতে এর ভিতরে সিংক স্থাপন করতে হবে।

সিংক এর লেভেল চেক পদ্ধতি
সিংক ব্র্যাকেট অথবা গ্রুভের ভিতরে স্থায়ীভাবে বসানোর আগে হালকাভাবে বসিয়ে তার উপর লেভেল মেশিন দিয়ে লেভেল চেক করতে হবে যদি লেভেল ঠিক না থাকে তা হলে সাপোর্ট অথবা অন্য কিছুর মাধ্যমে লেভেল ঠিক করে নিতে হবে লেভেল ঠিক না থাকলে যে দিকে ঢালু থাকবে পানি সে দিকে পানি গড়াবে।

কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা (Clean the work place)
  • বেসিন ও সিংক স্থাপনের পর কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা
  • বেসিন ও সিংক স্থাপনের পর আশে পাশে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে তা যথাযথভাবে পরিষ্কার করতে হবে । 
  • কোনো ময়লা আবর্জনা থাকলে তা নির্দিষ্ট ভ্রাম এ রাখতে হবে।

টুলস ইকুইপমেন্ট পরিষ্কার ও সংরক্ষণ (Tools, equipment clean and Storage)

বেসিন ও সিংক স্থাপনের পর ব্যবহৃত টুলল ইকুইপমেন্ট সঠিক ভাবে পরিষ্কার করতে হবে । কাজ শেষে তেল বা গ্রিজ মেখে রাখতে হবে যাতে টুলসে মরিচা না পড়ে এবং কর্মক্ষমতা ঠিক থাকে। টুলস ইকুইপমেন্ট গুলো আলাদা আলাদাভাবে রাখতে হবে।

আবর্জনা নিঃস্কাশন (Garbage disposal )

  • সিংকে শাক সবজি ধোয়ার পর অবশিষ্ট ময়লাগুলো একটি নির্ধারিত ঝুড়িতে রাখতে হবে
  • সিংকে মাছ মাংস ধোয়ার পর অবশিষ্ট ময়লাগুলো একটি নির্ধারিত ঝুড়িতে রাখতে
  • সিংকে থালা বাসন ধোয়ার পর অবশিষ্ট ময়লাগুলো একটি নির্ধারিত ঝুড়িতে রাখতে
  • ঝুড়ি থেকে সকল ময়লা আবর্জনা একত্রে করে বাহিরের ডাস্টবিনে ফেলতে হবে

কাজের ধারা

  • টাওয়াল রেইল, সোণকেন, হ্যান্ড ড্রাইয়ার লাগা বা করার জন্য অনুযায়ী লে-আউট কর
  • লে-আউট অনুযারী ড্রিল মেশিন অথবা চিজেল ব্যবহার করে ওয়ালে ছিদ্র অথবা এ কর।
  • ওয়াল হ্যাংশ বেসিন স্থাপনের জন্য ওয়ালে ব্র্যাকেট লাগানোর জন্য চিজেল দ্বারা এত কর।
  • বেসিন এবং সিংক স্থাপন
  • ক্যান্টিলিভায় ব্যাকেট লাগানোর পর এর নীচে সাপোর্ট দিয়ে উপরে লেভেল চেক কর।
  • প্যাডেস্টাল এর উপরে বেসিন বসিয়ে বেসিন ফ্লু এর সাথে নাট লাগিয়ে টাইট করে বেলিন লাগাও
  • কেবিনেট এর উপরে বেসিস স্থাপন করে চতুর্দিকে পুটিং দিয়ে ভালোভাবে আটকিয়ে দাও।
  • ক্যান্টিলিভার ব্যাকেট এর উপরে বেসিন স্থাপন করে ব্র্যাকেট এবং বেসিন এর চতুর দিকে হোয়াইট সিমেন্ট অথবা পুটিং লাগাও
  • ক্যান্টিলিভার ব্যাকেট এর উপরে বেসিন স্থাপন করার পর লেভেল চেক কর যদি লেভেল ঠিক থাকে তাহলে বেসিন এর চতুর্দিকে হোয়াইট সিমেন্ট অথবা পুটিং ব্যবহার করে আটকিয়ে দাও।
  • বেসিন এর উপরে সঠিক মাপ অনুযায়ী লুকিং গ্লাস গ্রাস ' দ্বারা স্থাপন কর।
  • বেসিন এর পার্শ্বে সঠিক মাপ অনুযারী সোপ কেস, টাওরাল রেইল, ব্যান্ড ড্রাইবার ফু -যারা লেট ফন্ন।
  • বেসিন স্থাপন করার পর এর সাথে পানির লাইন সংযোগ দাও এবং লক্ষ্য কর কোথাও দিয়ে পানি বের হচ্ছে কিনা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url