প্লাম্বিং কাকে বলে - প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং কি - uses of plumbing - plumbing fittings types

 প্লাম্বিং কাকে বলে - প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং কি - uses of plumbing - plumbing fittings types
প্লাম্বিং কাকে বলে - প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং কি - uses of plumbing - plumbing fittings types

প্লাম্বিং কাকে বলে - প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং কি - uses of plumbing - plumbing fittings types

প্লাম্বিং ফিটিংস এর ব্যবহার (Uses of Plumbing Fittings)

প্লামিং ফিটিংস - Plumbing Firtings : 

পানি-সরবরাহ-পদ্ধতিতে-পাইপ- লাইনে-পাইপ-সংযোজন, পাইপ-লাইনে-দিক-পরিবর্তন,- প্রধান-লাইন-থেকে-শাখা-লাইন-বের-করা,- বড়-ব্যাসের-পাইপের- সাথে-ছোট-ব্যাসের-পাইপ-জোড়া-দেয়া-এবং- সিউয়ার-লাইনে-প্লাম্বিং- ফিক্সার-বসাতে-যে-সব- সরঞ্জামের-প্রয়োজন-হয়, তাদেরকে প্লাম্বিং ফিটিংস নামে-অভিহিত করা হয়। প্লাম্বিং ফিটিংসগুলো বিভিন্ন প্রকারের হয়। যেমন- এলবো, রিডিউসার, সকেট ইত্যাদি।

গ্লাসিং ফিটিংস-এর নাম (Name of Plumbing Fittings)

  • সকেট (Socket)
  • জি আই ফিটিংস
  • বেন্ড (Bend)
  • টি (Tee)
  • ইউনিয়ন (Union)
  • রিডিউসার (Reducer)
  • নিপল (Nipple)
  • ক্রস (Cross )
  • প্লাগ (Plug) 
  • বিব কক (Bib Cock)
  • স্টপ কক (Stop Cock)
  • পিলার কক (Pillar Cock)
  • এলবো (Elbow)
  • গ্লোব ভালভ (Globe Valve)
  • বুশ (Bush) 
  • চেক ভালভ (Check
  • গেইট ভাল্ভ (Gate Valve) ইত্যাদি।

পিপিআর ফিটিংস

  • এলবো
  • সকেট
  •  নিপল
  • রিডিউসিং টি
  • রিডিউসার
  • মেইল বেন্ড
  • ফিমেল বেন্ড
  • মেইল বেন্ড এন্ড ফিমেল বেন্ড
  • ইউনিয়ন
  • টি
  • রিডিউসিং এলবো
  • রিডিউসিং সকেট
  • ক্যাপ
  • প্লাগ 
  • বুশ
  • ক্রস

ইউপিভিসি ফিটিংস

  • ৪৫ ডিগ্রি এলবো
  • ৪৫ ডিগ্রি ডোর এলৰো
  • রিডিউসিং টি
  • এইচ পাইপ
  • ৯০ ডিগ্রি এলবো
  • ৯০ ডিগ্রি ভোর এলবো
  • কাপলার
  • সোকেট
  • অফসেট
  • ওয়াই টি
  • ইকুয়াল টি
  • ভালভ ( Valve)
  • গেট ভালভ
  • বল ভালভ
  • চেক ভালভ
  • ফ্লোট ভালভ
  • গ্লোব ভালব
  • ফুট ভালভ
  • ইকুয়াল ক্রস
  • কাউয়েল
  • ফ্লোর লিকেজ
  • রেইন ওয়াটার ফানসেল
  • প্রসারন অয়েন্ট
  • ডোর টি
  • সেকটি ভালব
  • বাটার ফ্লাই ভালত
  • নম রিটার্ন ভালভ
  • সনো লাইট ভাত
  • সেন্সর টাইপ ভালত

ফিটিংস এর ব্যবহার (Uses of Fittings) সচরাচর ব্যবহার্য্য জিলাই ফিটিংস এর ব্যবহার নিম্নে উল্লেখ করা হলো-

প্লাম্বিং কাকে বলে - প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং কি - uses of plumbing - plumbing fittings types

এলবো (Blbow) 

পাইপ লাইনের দিক পরিবর্তনের জন্য এলবো ব্যবহৃত হয়। এলবো যে কোন কোশে থাকতে পারে। তবে এটি সাধারণত ৯০ কোণের হয়। কাজের ধরন অনুযায়ী ড্রপ এলবো, স্ট্রেট এলবো ইত্যাদি বিভিন্ন প্রকারের হয়ে থাকে।

রিডিউসার (Reducer) 

পাইপ লাইনে ভিন্ন ব্যাসের দুটি পাইপ একত্রে সংযোগ করার জন্য রিডিউসার ব্যবহার করা হয় এর দু'প্রান্তেই ভেতরের দিকে প্যাঁচ কাটা থাকে।

সকেট (Socket)

সোজা পাইপ লাইনকে বর্ধিত করার জন্য সকেট ব্যবহৃত হয়। সকেটের কাজ হলো জোড়া দেয়া। পাইপের সাথে ভাত, বিষ্ণু কক্ ইত্যাদি সংযোজন করতেও সকেট ব্যবহৃত হয়। সকেটের ভেতরের দিকে পুরোটাই প্যাচ কাটা থাকে। 

নিপল (Nipple)

কোনো পাইপ লাইনকে ছোট আকারে নি পরিমাণ  করতে নিগূল ব্যবহৃত হয়। এর সাহায্যে পাইপ লাইন ৭.৫ সেমি. থেকে ১০ সেমি. পর্যন্ত লম্বা করা যায়। নির্মূল এর উভয় প্রান্তে বাইরের থাকে। দিকে প্যাচ কাটা থাকে।

রিডিউসিং টি (Reducing Tee) 

প্রধান পাইপ লাইনের সাথে ১০ কোণে পাইপ সংযোগ করতে “রিডিউসিং টি " ব্যবহৃত হয়। এর তিন প্রান্তেই প্যাচ কাটা থাকে; তবে নু প্রাপ্তের ব্যাস একরকম থাকে । আর অন্য প্রাচর ব্যাস আলাদা থাকে ।

রিডিউসিং এলবো (Reducing Elbow) 

পাইপ লাইনে দিক পরিবর্তনের জন্য ভিন্ন ব্যাসের দুটি পাইল একত্রে সংযোগ করার জন্য রিডিউসিং এলবো ব্যবহার করা হয়। এর দু'প্রান্তেই প্যাঁচ কাটা থাকে।

ক্রস(Cross) 

প্রধান পাইপ লাইনের সাথে দুটি শাখা পাইপ সংযোগ করতে চাল ব্যবহৃত হয়। এটির চার ভেতরের দিকে প্যাচ ফাটা

চেক ভালভ (Check Valve)

কোনো পাইপের মাঝ দিয়ে পানি যাতে উল্টো দিকে প্রবাহিত হতে না পারে সেজন্য চেক ভাত ব্যবহৃত হয়। এটির ভেতরে ভিড় এমনভাবে লাগানো থাকে যেন পানি শুধু একই দিকে প্রবাহিত হতে পারে। এবং বিপরীতমুখী হলেই চেক জাতটি নিম্নে নিজেই বন্ধ য়ে যায়। এ ভাভুটি ভূ-গর্ভস্থ জলাধারের ইনলেট পাইলে, পাম্পের সাকশন লাইনে ও ওভারহেড ট্যাংকের ইনলেট পাইলে পানির একমুখী প্রবাহ নিশ্চিত করে পানির অপচয় রোধ কলাতে ব্যবহৃত হয়।

মেইল বেন্ড (Male Bend) 

এটিও পাইপ লাইনের দিক পরিবর্তনে ব্যব হয়। বেড ৯০ডিগ্রী

ফিমেল বেন্ড (Female Bend ) 

এটিও পাইপ লাইনের দিক পরিবর্তনে ব্যবহৃত হয়। বেড ১০ কোণের বেশি হয়ে থাকে। প্রবাহ কম

মেইল এন্ড ফিমেল বেন্ড (Male and Female Bend) 

এটিও পাইপ লাইনের मिক পরিবর্তনে ব্যবহৃত হয়। বেজ bo কোণের বেশি হয়ে থাকে। প্রবা কম ৰাধা পায় বলে প্রধান লাইনে বেড বেশি ব্যবহৃত হয়। এটিরও এক প্রান্তে ভিতরে ও অপর প্রান্তে বাহিরে প্যাঁচ কাটা থাকে। রিটার্ন বেড, ক্রোস বেড, মিডিয়াম বেড ইত্যাদি বিভিন্ন প্রকার বেড বাজারে পাওয়া যায় ।

ক্যাপ (Cap)

বিশেষ প্রয়োজনে ও | ভবিষ্যতে পাইপ লাইন [ বাড়াতে পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে বন্ধ রাতে ক্যাপ ব্যবহৃত হয়। এটির ভিতরের দিকে প্যাঁচ কাটা

প্লাগ(Plug) 

বিশেষ প্রয়োজনে ও ভবিষ্যতে পাইপ লাইন বাড়াতে পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে রাখতে প্রাণ ব্যবহৃত হ্যা। এটির এক প্রান্তে বাইরের দিকে প্যাঁচ কাটা থাকে।

ইউনিয়ন (Union) 

সফেট ব্যবহার করে পাইল সংযোগ করা হলে ভবিষ্যতে প্রানে সময় পাইপ লাইন খুলতে অসুবিধা হয়। তাই পাইপ লাইন যেখানে খোলার প্রয়োজন হয় সেখানেই সকেটের পরিবর্তে ইউনিয়ন ব্যবহার করা হয়। ফলে পাইপ সংযোগ ও বিচ্ছিন্ন করা সহজ হয়।

রিডিউসিং সকেট (Reducing Socket)

 সোজা ভিন্ন ব্যাসের পাইপ লাইনকে বর্ধিত করায় জন্য সফেট ব্যবহৃত হয়। সর্কেটের কাজ জোড়া নেয়া। পাইপের সাথে ভাল, বিষ্ণু কর ইত্যাদি সংযোজন করতেও সকেট ব্যবহৃত হয়। সকেটের ভিতরের দিকে পুরোটাই প্যাঁচ কাটা থাকে।

টি (Tee)

প্রধান পাইল লাইনের সাথে ১০ ডিগ্রী কোনে পাইপ সংযোগ করতে "টি" ব্যবহৃত হয়। এর তিন প্রান্তেই প্যাঁচ কাটা থাকে। ব্যবহার ক্ষেত্র অনুযায়ী প্লেইন 'টি' সার্ভিস 'টি' ইত্যাদি বিভিন্ন ধরণের 'টি' পাওয়া যায়।

স্টপ কক (Stop Cock)

পরিবাহী পাইপের প্রবা নিয়াণের জন্য স্টপ ক ব্যবহৃত হয়। হ্যান্ড ওয়া বেসিন, শাওয়ার বাধ, ওয়াটার ট্যাংক ইত্যাদিতে এটি ব্যবহৃত হয়।

বুশ (Bush) 

অসম ব্যাসের পাইপ স্থাপনে বুশ ব্যবহৃত হয়।

পেইট (Gate Valve)

পানি পরিবহন ব্যবস্থাপনায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য পেইট ভাঙ্ ব্যবহৃত হয়। এর ভিতরে একটি গেট থাকে যাহার মাধ্যমে প্রবাহ নিয়ণ করা যায়

গ্লোব ভাল্ব(Galobe Valve) 

এটি অন্য ভাত এর চেয়ে একটু আলাদা এই ভাত পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়।

প্লাম্বিং কাকে বলে - প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং কি - uses of plumbing - plumbing fittings types

পিপিআর ফিটিংস এর নাম ও ব্যবহার

নাম :

এলবো (Blbow)

ব্যবহার

পাইপ লাইনের দিক পরিবর্তনের জন্য এলবো ব্যবহৃত হয়। পিপিআর এলবোতে প্যাঁচ কাটা থাকেনা । এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

ডিউর (Roducer)

ব্যবহার

পাইপ লাইনে ভিন্ন ব্যালের দুটি পাইগ একত্রে সংযোগ করার জন্য রিডিউলার ব্যবহার করা হয়। পিপিজার এর দু'প্রান্তেই ভেতরের দিকে প্যাঁচ কাটা থাকেনা । এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

সকেট (Socket)

ব্যবহার

সোজা পাইপ লাইনকে বর্ধিত করার জন্য। সকেট ব্যবহৃত হয়। সকেটের কাজ হলো জোড়া নেয়া। পিপিলার পাইলের সকেটের ভেতরের দিকে প্যাচ ফাটা থাকে না এটা হিট দিয়ে ঘোড়া দিতে হয়।

নাম :

রিডিউসিং এলবো (Redncing Elbow)

ব্যবহার

পাইপ লাইনে দিক পরিবর্তনের জন্য। | ভিন্ন ব্যাসের দুটি পাইল একরে সংযোগ করার জন্য রিডিউসিং এলবো। ব্যবহার করা হয়। পিপিজার এর দু'প্রান্তেই প্যাঁচ কাটা থাকে না। এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

নিপল(Nipple)

ব্যবহার

কোন পাইপ লাইনকে ছোট আকারে নির্দিষ্ট পরিমাণ লম্বা করতে নিপল ব্যবহৃত হয়। এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

ক্রস(Cross)

ব্যবহার

চারটি সমান পাইপ লাইন সংযোগ করতে ক্রস ব্যবহৃত হয়। পিপিআর এর চার প্রান্তে ভেতরের দিকে প্যাচ কাটা থাকে না। এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

রিডিউসিং টি (Reducing Tee)

ব্যবহার

দুইটি সমান লাইন থেকে আর একটি অসম লাইন সংযোগ দেওয়ার জন্য রিডিউসিং টি ব্যবহৃত হয়। পিপিজার এর ভিতরের দিকে প্যাঁচ কাটা থাকে না । এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

ক্যাপ (Cap)

ব্যবহার

বিশেষ প্রয়োজনে ও ভবিষ্যতে পাইপ লাইন বাড়াতে পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে বন্ধ রাখতে ক্যাপ ব্যবহৃত হয়। পিপিআর এর ভিতরের দিকে প্যাঁচ কাটা থাকে না। এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

মেইল বেন্ড (Male Bend )

ব্যবহার

এটিও পাইপ লাইনের দিক পরিবর্তনে ব্যবহৃত হয়। বেন্ড ৯০ ডিগ্রী কোণের বেশি হয়ে থাকে। প্রবাহ কম বাধা পার বলে প্রধান লাইনে বেড বেশি ব্যবহৃত হয়। এটা হিট দিয়ে জোড়া নিতে হয়।

নাম :

ফিমেল বেন্ড (Female Bend )

ব্যবহার

এটিও পাইপ লাইনের দিক পরিবর্তনে ব্যবহৃত হয়। বেড ৯০ কোণের বেশি হয়ে থাকে। প্রবাহ কম বাধা পায় বলে প্রধান লাইনে বেড বেশি ব্যবহৃত হয়। পিপিআর এরও এক থাছে ভিতরে প্যাঁচ কাটা থাকে। এটা হিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

মেইল এন্ড ফিমেল বেন্ড (Male and Female Bend)

ব্যবহার

এটিও পাইপ লাইনের দিক পরিবর্তনে ব্যবহৃত হয়। বেজ ১০ ডিগ্রী কোণের বেশি হয়ে থাকে। প্রবাহ কম বাধা পায় বলে প্রধান লাইনে বেস্ত বেশি ব্যবহৃত হয়। পিপিআর এরও এক প্রান্তে ভিতরে ও অপর প্রান্তে বাহিরে প্যাঁচ কাটা থাকে।

নাম :

প্লাগ (Plug)

ব্যবহার

বিশেষ প্রয়োজনে ও ভবিষ্যতে পাইপ লাইন বাড়াতে পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে বন্ধ রাখতে গ্লাস ব্যবহৃত হয়। এটির এক প্রান্তে বাইরের দিকে প্যাঁচ কাটা থাকে।

নাম :

টি(Tee)

ব্যবহার

প্রধান পাইপ লাইনের সাথে ৯০ কোণে পাইপ সংযোগ করতে "টি ব্যবহৃত হয়। পিপিআর এর তিন প্রান্তেই প্যাঁচ কাটা থাকে না। এটা বিট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

ইউনিয়ন (Union)

ব্যবহার

পাইপ সংযোগ করা হলে ভবিষ্যতে প্রয়োজনের সময় পাইপ লাইন বলতে অসুবিধা হয়। তাই পাইপ লাইন এর ভিতরে ইউনিয়ন ব্যবহার করা হয়। ফলে পাইপ সংযোগ ও বিচ্ছিন্ন করা সহজ হয়।

নাম :

বুশ(Bush)

ব্যবহার

লাইনকে একটু বর্ধিত করার জন্য এবং | বিভিন্ন ফিটিংস সংযোগ দেওয়ার জন্য বুশ ব্যবহৃত হয়।

নাম :

৪৫ ডিগ্রী এলবো (45 Degree elbow) 

ব্যবহার

পাইপ লাইনের দিক পরিবর্তনের জন্য এলবো ব্যবহৃত হয়। ৪৫ডিগ্রী বাঁক নিতে এই এলবো ব্যবহার করা হয়।

নাম :

BE ডিগ্রী ডোর এ (45 Degree Doar elbow) 

ব্যবহার

পাইপ লাইনের দিক পরিবর্তনের জন্য এলবো ব্যবহৃত হয়। ৪৫ ডিগ্রী বাঁক নিতে এই এনবো ব্যবহার করা হয় । এই এলবোডে ভোর থাকার কারণে ভিতরে জ্যাম হয়ে গেলে ভোর খুলে পরিষ্কার করা যায়। সলভেন্ট দিয়ে জোড়া দিতে হয়

নাম :

সফেট (Socket)

ব্যবহার

সোজা পাইপ লাইনকে বর্ধিত করার জন্য সকেট ব্যবহৃত হয়। সকেটের কাজ হল জোড়া দেয়া। এটি ও সলভেট সিমেন্ট দ্বারা ঘোড়া দিতে হয় ।

নাম :

৯০ ডিগ্রী এলৰো (90 Degree Elbow )

ব্যবহার

১০ ডিগ্রীতে লাইন নেওয়ার জন্য এই এলবো ব্যবহার করা হয়। এটি ও সলভেন্ট সিমেন্ট দ্বারা জোড়া দিতে হয়।

নাম :

৯০ ডিগ্রী ডোর এলবো 

ব্যবহার

পাইপ লাইনের নিক পরিবর্তনের জন্য এলবো ব্যবহৃত হয়। ১০ ডিগ্রী বাঁক নিতে এই এলবো ব্যবহার করা হয় । এই এলবোতে ভোর থাকার কারনে ভিতরে জ্যাম হয়ে গেলে ডোর খুলে পরিষ্কার করা যায় সলভেটি দিয়ে জোড়া দিতে হয়।

নাম ;

ক্রস (Cross)

ব্যবহার

চারটি সমান পাইপ লাইন সংযোগ করতে ক্রস ব্যবহৃত হয়। সলভেন্ট দিয়ে লোফা দিতে হয়।

নাম :

রিডিউসিং টি (Reducing Tee) 

ব্যবহার

দুইটি সমান লাইন থেকে আর একটি |  অসমান লাইন সংযোগ দেওয়ার জন্য রিডিউসিং টি " ব্যবহৃত হয়। সলভেন্ট দিরে ঘোড়া দিতে হয়।

নাম :

টি (tee)

ব্যবহার

প্রধান পাইপ লাইনের সাথে ৯০ডিগ্রী কোনে পাইপ সংযোগ করতে "টি ব্যবহৃত হয়। | সলভেন্ট দিয়ে জোড়া দিতে হয়।

নাম :

কাউয়েল (Coweal) 

ব্যবহার

পাইপের উপরের যাথায় কাউরে ব্যবহার করা হয়, বাজাতে উপর থেকে কোন কিছু পরে ভিতরের প্রবেশ করতে না পারে।

নাম :

y টি (Y Tec)

ব্যবহার

Yএর মতো যেখানে লাইন এর প্রয়োজন। সেখানে Yটি ব্যবহার করা হয়

নাম :

কাপলার (Couplar

ব্যবহার

দুই পাইপের মধ্যে জোড়া দেওয়ার জন্য কাপলার ব্যবহার করা হয় কাপলার ব্যবহার করার ফলে পাইপ যথাযথভাবে জোড়া লাগে এবং শিক করার সম্ভাবনা কম থাকে।

নাম :

H পাইপ (H pipe)

ব্যবহার

পাশাপাশি দুইটি পাইপকে প্রেপ এর ব্যবহার মাধ্যমে জোড়া দেওয়ার জন্য H পাইপ ব্যবহার করা হয়।

নাম :

জালি (Greating)

ব্যবহার

এটি ফ্লোরে ব্যবহার করা হয় যাতে গোসলের পানি, রান্নাঘরের পানি বৃষ্টির পানি নিষ্কাশন করা হয় এবং কোন ভারী ময়লা পাইপের ভিতরে প্রবেশ করতে না পারে

নাম :

অপসেট (offcet)

ব্যবহার

পাইপ লাইন করতে গেলে যদি অপসেট এর প্রয়োজন হয় সেখানেই অপসেট ব্যবহার করা হয় ।

নাম :

রেইন ওয়াটার ফালে (Rain water fanscal)

ব্যবহার

বৃষ্টি হওয়ার পর বৃষ্টির পানি জমা হয়ে যার মাধ্যমে বের করে দেওয়া হয় ভাই রেইন ওয়াটার ফানসেন।

নাম :

চেক ভাল্ব (Check Valve)

ব্যবহার

কোন পাইপ দিয়ে পানি যাতে উল্টো দিকে প্রবাহিত হতে না পারে সেজন্য ভিতরে চেক ভাল্ব ব্যবহৃত হয়। এটির ভেতরে ডিঙ্ক এমনভাবে লাগানো থাকে যেন পানি শুধু একই দিকে প্রবাহিত হতে পারে। কিন্তু প্রবাহ বিপরীতমুখী হলেই চেক ভাটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এ ভালতটি ভূ-গর্ভস্থ জলাধারের ইনলেট পাইপে, পাম্পের সাকশন লাইনে ও ওভারহেড ট্যাংকের ইনলেট পাইপে পানির একমুখী প্রবাহ নিশ্চিত করে পানির অপচয় রোধ করতে ব্যবহৃত হয়।

নাম :

গেট ভাল্ব (Grate Valve )

ব্যবহার

পানি পরিবহন ব্যবস্থাপনায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের অন্য গেইট ভাত ব্যবহৃত হয়। সেট ভাত উপরের হইল ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে ও বন্ধ করতে হয় এটার ভিতরে সেট আছে তাই একে সেট ভাত বলে।

নাম :

গ্লোভ ভাল্ব (Glove Valve)

ব্যবহার

এই ভাল্ব এ পানি প্রবাহের নির্দিষ্ট নির্দেশনা থাকে ঐ নি অনুযায়ী ভাদৃত ব্যবহার করা হয় ।

নাম :

বল ভাল্ব(Ball Valve)

ব্যবহার

কল ভাত এর ভিতরে ফল এর মতো থাকে আর এই বল থাকার কারণে এর নাম বল ভাল্ব। এটি খুব সহজে খোলা এবং লাগানো যায়।

নাম :

 ফ্লট ভাল্ব (Float Valve)

ব্যবহার

একে ভাসমান ভালব ও বলে। এটি ফ্লাশিং সিস্টার্ন, ওভার হেড ট্যাংক এবং রিজার্ভ ট্যাংকে ব্যবহার করাহয় এটি পানির লেভেলকে সবসময় একটি লেভেলে রাখে।

নাম :

সেফটি ভাল্ব (safety Valve)

ব্যবহার

এ ভালভ সেফটির জন্য ব্যবহার করা হয় । সেফটি ভাত সাধারণত পরম পানির ট্যাংক এবং বাদীর লাইনে ব্যবহার করা হয়। প্রয়োজনের অতিরিক্ত বাষ্প হলে অটোমেটিক ভাবে বের করে দিয়ে নিরাপদ। পরিবেশ তৈরি করে।

নাম :

বাটারফ্লাই আলু (Batter Fly Valve)

ব্যবহার

এই ভাত দেখতে পাখির যতো তাই এর নাম হয়েছে বাটার ফ্লাই ভাত ।

নাম :

নন রিটার্ন ভাল্ব (Non Return Valve)

ব্যবহার

 এই ভাত এ পানি এক দিকে যেতে পারে। কিন্তু ফিরে আসতে পারেনা তাই এর নাম নন রিটার্ন ভাত

নাাম :

সেন্সর টাইপ ভাল্ব(Sansor Type Valve)

ব্যবহার

তাই ভাত সেন্সর এর মাধ্যমে অপারেটিং করা হয় বলে এর নাম রাখা হয়েছে সেন্সর ভাল্ব।

নাম :

সোলোমরেড ভাল্ব (Salenold valve)

ব্যবহার

সোলেনরেড ভল্ড ফ্লুইডকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। এর মূল কাজ হলো তরলকে সহজ ভাবে নিয়ন্ত্রণ করা।

নাম :

ফুট ভাল্ব (Foot Valve)

ব্যবহার

এই ভাল্বে ও পানি একদিকে যেতে পারে কিন্তু কিরতে পারেনা । এটি সাধারণত পাম্পের সাকশন লাইনে ব্যবহার করা হয় । এটার নিচে জানি থাকার কারণে কোন ময়লা পাম্পে ঢুকতে পারেনা ।

Previous Post
No Comment
Add Comment
comment url