পাইপ কাটার মেশিন - থ্রেড কাটিং - pipe cutting machine - পাইপে থ্রেড কাটা

 পাইপ কাটার মেশিন - থ্রেড কাটিং - pipe cutting machine - পাইপে থ্রেড কাটা
পাইপ কাটার মেশিন - থ্রেড কাটিং - pipe cutting machine - পাইপে থ্রেড কাটা

পাইপ কাটার মেশিন - থ্রেড কাটিং - pipe cutting machine - পাইপে থ্রেড কাটা

পাইপকে কাটার পদ্ধতি (Pipe Cutting Method)

(ক) হ্যাক সহি পদ্ধতিঃ ধাতুর তৈরি পাইল, রড, বার, প্লেট, টিউব ইত্যাদি মালামাল মাপ অনুযায়ী কাটা ও চেরা এর কাজে হুচালিত হ্যাকস বহুলভাবে ব্যবহৃত হয়। এরূপ কাজে হ্যাকস ব্যবহারে নিম্নরূপ পদ্ধতি অনুসরন করতে হয়-

  • হ্যাক'স ফ্ৰেমে এমনভাৰে ব্ৰেড লাগাতে হয় যেন ব্লেডের টান খুব বেশি কিংবা খুব কম না হয় ।
  • পাইপ ভাইসের সাথে পাইপ পিস খুব শক্ত করে বাঁধতে হয়।
  • কাটিং মেটাল বিবেচনা করে সঠিক রেড নির্বাচন করতে হয়।
  • শক্ত ও ধাতব পুরু পাইপ কাটার জন্য পাতলা দাঁত যুক্ত ব্রেড এবং পাওনা ও সরু পাইপ কাটার জন্য মন দাঁত যুক্ত ব্রেড ব্যবহার করতে হয়।
  • কাটার সময় ব্লেড যাতে বেশি গরম না হয় সেজন্য পানি অথবা কাটিং ফ্লুইড ব্যবহার করতে হয়।
  • কাটায় শেষ পর্যায়ে ব্যাক'স আস্তে আস্তে চালনা করে কাটা শেষ করতে হয়।

সাবধানতা

  • হ্যাক'স চালনা করার সময় কখনো পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করা উচিত নয়।
  • ফ্রেম অংশে মরিচারোধক পদার্থ দিয়ে যথাস্থানে ঝুলিয়ে রাখা উচিত।
  • হ্যাকস ব্রেডের বা বড়িতে যাতে মরিচা না ধরে সেজন্য কাজের পর তেল বা গ্রীজ দিয়ে রাখা উচিত।

(খ) ভাই দিয়ে পাইপের বাইরের প্যাঁচ কাটার পদ্ধতি

  • ওয়ার্কপিসের বা পাইপের যে প্রান্থে প্যাচ কাটতে হবে সেই প্রান্ত প্রথমে প্রাইজিং করে বা ফাইল দিয়ে ঘষে কিছুটা সরু করে নিতে হবে।
  • এরপর ওয়ার্কপিসকে টেবিল ভাইলে শক্তভাবে (সরু প্রাপ্ত উপর দিকে রেখে) আটকাতে হবে।
  • ওয়ার্কপিলের মাপে উপযুক্ত ভাই ও ডাইস্টর নির্বাচন করতে হবে।
  • ডাইন্টকে ভাই স্থাপন করে সমস্বরকারী স্কুর সাহায্যে ভাইকে শক্তভাবে আটকাতে হবে।
  • ওয়ার্কশিসের সরু করা অংশে কাটিং ফ্লুইড বা লুব্রিকেন্ট মাখাতে হবে।
  • ডাইকে ওয়ার্কপিসের সরু মাথার উপর স্থাপন করে সু-তিন বার যত্ন সহকারে আবর্তন করতে হবে।
  • ডাইকের হাতল ভূমির সমান্তরাল থাকতে হবে ।
  • ভাইটি ওয়ার্কপিসের সাথে লম্বভাবে বসেছে কিনা তা ট্রাই করারের সাহায্যে পরীক্ষা করে দেখতে হবে।
  • দু'হাতে ভাইটিকের দুটি হাতল শক্তভাবে ধরে দু এক প্যাঁচ খড়ির কাটার দিকে নিম্নচাপসহ ঘুরাতে হবে।
  • ডাইক চালনাকালে প্রতিবার ঘূর্ণনের পর অর্ধেকবার বিপরীত দিকে ঘুরিয়ে আবার সম্মুখ দিকে পরিচালনা করতে হবে।
  • অগ্র-পশ্চাৎ আবর্তনের মাধ্যমে ধীরে ধীরে প্যাচ কটিতে হবে।
  • প্যাচ কাটা শেষ হলে ডাইটককে বিপরীত দিকে আবর্তন করে তুলে নিতে হবে।
  • প্যাঁচ কাঁটার পর প্যাঁচের আকৃতি ও পিচ নিরীক্ষণ করে দেখতে হবে প্যাচ নির্ধারিত গভীরতায় তৈরি হয়েছে কি না।
  • কাজ শেষে ডাইস্টক হতে ডাইকে অপসারণ ও পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে।

(গ) ট্যাল রেঞ্চ দিয়ে পাইপের ভিতরের প্যাঁচ কাটার পদ্ধতি
ধাতব পদার্থের পাইপের ভিতরের দিকে প্যাঁচ কাটার বিভিন্ন রকম পদ্ধতি আছে। হ্যান্ড ট্যাপের সাহায্যে পাইপের ভিতরের দিকে প্যাঁচ কাটার পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো-

যে মাপের প্যাঁচ কাটা হবে সে মাপের ট্যাপ ছিল সাইজ নির্ণয় করতে হয়। নির্ণীত ট্যাপ ছিল সাইজ অনুসারে ড্রিলিং মেশিন দিয়ে জ্বিন করতে হয়। ছিদ্র ও প্যাকের উপযোগী ট্যাপ, সেট বাছাই করতে হয়। প্রথমে ট্যাপার ট্যাপ ছিদ্রে খাড়াভাবে বসাতে হয়। পাইপকে অবশ্যই পাইপ ভাইলে শক্তভাবে আটকে নিতে হয়। ছিদ্রে বসানো ট্যাপের উপরের চৌকোণা মাথার ট্যাপ রেঞ্চ বসাতে হয়। ট্যাপ রেঞ্চের সংযোগস্থলে ডান হাতে শক্ত মুঠিতে ধরে ক্লক ওয়াইজ কয়েক পাক ঘুরিয়ে ট্যাপকে ছিদ্রের মধ্যে শক্ত করে খাড়াভাবে বসাতে হয়। ট্যাপকে সঠিক লম্বভাবে পাইপের ছিদ্রে ঢুকানোর পর ট্যাপের মাথায় ট্যাপ রেঞ্চ বসিয়ে দু'হাতে হাতলের দু'প্রান্ত ধরে ক্লক ওয়াইজ নিম্নমুখী চাপসহ ঘুরাতে হয়। এভাবে ছিদ্রের শেষ পর্যন্ত অথবা যে মাসের প্যাঁচ কাটতে হবে সে পর্যন্ত বা প্যাঁচ কাটা হওয়া পর্যন্ত ট্যাপিং প্রক্রিয়া চালিয়ে যেতে হয়। ট্যাপিং এর সময় মাঝে মাঝে কাটিং ফ্লুইড প্রয়োগ করতে হয়। ট্যাপার ট্যাপ দিয়ে প্যাঁচ কাটার পর একই নিয়মে প্লাগ ট্যাপ দিয়ে এবং পরে বট মিং ট্যাপ দিয়ে ট্যাপিং করে প্যাচ কাটা সম্পন্ন করতে হয়।

পাইপ কাটার মেশিন - থ্রেড কাটিং - pipe cutting machine - পাইপে থ্রেড কাটা

(ঘ) পাইপকাটারের সাহায্যে পাইপ কৰ্ত্তন পদ্ধতি
সাধারণ সরুপাইপ হ্যাকসদিয়ে সহজেই কাটাযায়। কিন্তু বড়আকারের পাইপহ্যাকস দিয়ে কাটতে যেমন পরিশ্রম হয় তেমনি সময় লাগে অনেক বেশি। সেজন্য বড় ব‍্যাসের পাইপকে কাটার জন্য “পাইপ-কাটার” ব্যবহার-করা হয়ে-থাকে। এটি-দিয়ে পাইপকে-স্বল্পসময়ে ও কম পরিশ্রমেসুন্দরভাবে কাটা-যায়। সাধারণ-ব্যাসের পাইপকাটার জন্য-দুটি গাইডরোলার বিশিষ্ট-পাইপকাটার-ব্যবহার করা-হয়েথাকে। তবে বড় ব্যাসের পাইপ-কাটার জন্য চারটি-গাইড রোলার-বিশিষ্ট পাইপ কাটার ব্যবহার করা হয়ে থাকে।

পাইপ কর্তন পদ্ধতি

  1. পাইপ কাটার এর হাতলকে ঘুরিয়ে স্লাইডকে অগ্রপশ্চাৎ চালনা করতে হয়।
  2. স্লাইড এর উপরের দিকে একটা কাটার সংযোজন করতে হয়।
  3. ফ্রেম এর সাথে গাইড রোলারসহ পাইপ কাটারের অন্যান্য অংশ যথাযথভাবে সংযোজন করতে হয়।
  4. পাইপকে কাটার হুইলের বিরুদ্ধে ধরে রাখার জন্য গাইড রোলার ব্যবহার করতে হয়।
  5. যে পাইপ কাটতে হবে তাকে পাইপ ভাইসে শক্তভাবে আবদ্ধ করতে হয়।
  6. হাতলের চলাচলকে সেট স্ক্রু দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়।
  7. কাটার হুইল এর চাপে পাইপকে কাটতে হয়।

পাইপে থ্রেড কাটা
পাইপ কাটার সমস্যা (Pipe Cutting Problem)
ধাতুর তৈরি পাইপ মাপ অনুযারী কাটা ও চেরাই এর কাজে চাপিত হ্যাকস বহুলভাবে ব্যবহৃত হয়। এরূপ কাছে হ্যাকস ব্যবহারে সাধারণত নিম্নরূপ সমস্যা হয়ে থাকে-

  • হ্যাক'স ফ্রেমের সাথে ব্রেডের টান খুব বেশি কিংবা খুব কম হলে হ্যাকস ব্লেড ভেংগে যেতে পারে।
  • ভাইদের সাথে মেটাল পিস খুব শক্ত করে বাঁধা হলে দাগ পড়ার সম্ভাবনা থাকে।
  • কাটিং মেটাল বিবেচনা করে সঠিক ব্লেড নির্বাচন করতে না পারলে ব্লেড ভেংগে যেতে পারে।
  • কাটার সময় পানি অথবা কাটিং ফ্লুইড ব্যবহার না করলে ব্রেড বেশি গরম হয়ে যায়।
  • কাটার শেষ পর্যায়ে জ্যাকস পিছলে গিয়ে কা থেকে লাইনচ্যুত হয়ে হাতের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে।

পাইপ কাটার সময় মার্কিং (Marking during entting pipe)
পাইপ কাটার সময় মার্কিং করা হলে কাটিং লাইন ঠিক থাকে। ফলে লে আউট অনুযায়ী পাইপ কাটা সহজ হয় ফলে পাইপের নির্দিষ্ট পরিমাণ বজায় থাকে। এছাড়া কাটিং টুলস বিচ্যুত হওয়ায় সম্ভাবন কম হয়। স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি কম থাকে।

জিআই পাইপ এর বাহিরে ও ভিতরে থ্রেড কাটা (Inside & Outside Thread Cutting of GI pipe)
জিআই পাইপ বা গ্যালভানাই আইরন পাইপ (Galvanized Iron pipes )

গ্যালভানাইজড আয়রন পাইপ সাধারণত পানি সরবরাহ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি বেশিরভাগ ক্ষেত্রেই প্যাঁচ সংযোগ এর মাধ্যমে জোড়া দেয়া হয়। এই পাইপের সুবিধা হলো এটি ক্ষয়রোধী, এবং অসুবিধা হলো পরিবাহিত পানি যখন বরফে পরিণত হয় তখন পাইপ ফেটে যাওয়ার সম্ভবনা থাকে।

জিআই পাইপ ও ইউপিভিসি এর মধ্যে পার্থক্য

জিআই পাইপ

  • গ্যালভানাইজড আয়রন পাইপ এর সংক্ষিপ্ত রূপ হলো জিআই পাইপ।
  • পানি সরবরাহ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
  • সুবিধা হলো ইহা ক্ষয়রোধী
  • পরিবাহিত পানি যখন করফে পরিণত হয় তখন পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে

ইউপিভিসি

  • আনপ্লাস্টিসাইজড পলিভিনাইল ক্লোরাইড পাইপ এর সংক্ষিপ্ত রূপ হলো ইউপিভিসি পাইপ।
  • সিউরারেজ লাইনের জন্য অথবা মাটির নীচ দিরে পানি পরিবহনের জন্য এই ধরনের পাইপ ব্যবহৃত হয়ে থাকে।
  • সহজে বাঁকানো যায়।
  • সাধারণত০° থেকে ৭০° সে.পে: তাপমাত্রা পর্যন্ত ব্যবহার উপযোগী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url