commode types - water closet - Flashing cistern - লংপ্যান এবং কমোড

 commode types - water closet - Flashing cistern - লংপ্যান এবং কমোড
commode types - water closet - Flashing cistern - লংপ্যান এবং কমোড

commode types - water closet - Flashing cistern - লংপ্যান এবং কমোড

লংপ্যান এবং কমোড স্থাপন (ওয়াটার ক্লোসেট)  Long Pan and Commode (Water Closet)

মানুষের দৈনন্দিন জীবনে লংপ্যান এবং কমোড খুবই গুরুত্বপূর্ন ফিক্সার । বাসাবাড়ি, হাসপাতাল, শিল্প কারখানাসহ সকল স্থানেই সেলর টাইপের কমোড ব্যবহার করা হয়, যা সেলর মাধ্যমে ফ্লাশ করা হয়। টয়লেট পক্ষযুক্ত, পরিষ্কার পরিছন্ন হওয়া উচিত। এর জন্য লংপ্যান আর কমোড এর বিকল্প নেই । এই অধ্যায়ে ফ্লাশিং সিস্টান সহকারে লংপ্যান এবং কমোড (ওয়াটার ক্লোসটে) স্থাপন করার জন্য মালামাল ও টুলস নিয়ে আলোচনা করা হয়েছে এ অধ্যায় সম্পন্ন করার পর শিক্ষার্থী জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মেনে কমোড, লংপ্যান, ট্র্যাপ স্থাপন করতে পারবে।

লংপ্যান, ফ্লাশিং সিস্টার্ন এবং কমোড এর মালামাল ও টুলস সম্পর্কে ধারণা (Ideas about the materials and tools of long pan, flushing Cistern and Commode)

লংপ্যান (long Pan)

পানি সরবরাহ ব্যবস্থার যে মলপাত্রটিতে সরাসরি ফল ত্যাগ করা হয় তাই লংপ্যান । ফলত্যাগ করার জন্যই সংখ্যান ব্যবহার করা হয়। লংগ্যান ফ্লোর কেটে বসাতে হয়। লংগ্যান এর দুই পাশে খাজ কাটা পাদানি থাকে যাতে পা পিছলে না যায় এবং ভিতরে রিম থাকে যার মাধ্যমে পানি ঘুরে ঘুরে বের হয় এবং চারদিকের ময়লা পরিষ্কার করে ফেলে ।

ফ্লাশিং সিস্টার্ন (Flashing cistern)

পানি সরবরাহ ব্যবস্থার লং প্যানে প্রস্রাব পায়খানা করার পর উক্ত মল মূত্র সহজে ও কার্যকরভাবে ধোয়ার জন্য চৌবাচ্চা আকারে যে পাত্র ব্যবহার করা হয় তাই ফ্লাশিং সিস্টার্ন। এই ফ্লাশিং সিস্টার্ন এর ভিতরে পানি ভর্তি থাকে। মল ত্যাগ করার পর ফ্লাশিং সিস্টার্ন এর বোতাম টিপলে পানি ফ্লাশ পাইপ দিয়ে লংগ্যান এ গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ফ্লাশিং সিস্টার্ন এর ভিতরের পানি শেষ হয়ে গেলে নিজে নিজেই পুনরায় একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত ভর্তি হয়ে থাকে ।

সিস্টার্ন এর বিভিন্ন অংশ (Parts list of Flushing Cistern

  • ফ্লোট ভালব
  • ফ্লোট রড
  • ইনলেট ভাল্ভ
  • হ্যান্ডেল
  • সিস্টার্ন
  • সাইফন
  • ইনলেট টিউব
  • পিস্টন

সিস্টার্ন বসানোর উচ্চতা (Cistern Placement height 

  • ফ্লোর থেকে ৭৫ সে:মি: উপরে সিস্টার্ন বসানো হয়।

লংপ্যান, ফ্লাশিং সিস্টার্ন ও কমোড এর জন্য ব্যবহৃত টুলস (Used for Long pan, Flushing Cistern, Commode Tools)

লংপ্যান, ফ্লাশিং সিস্টার্ন এর জন্য ব্যবহৃত মালামাল ( Maturials used for long pan flushing Cistern)

লংগ্যান, ফ্লাশিং সিস্টার্ন স্থাপনের জন্য মালামাল এর তালিকা :

  • হোয়াইট সিমেন্ট
  • থ্রেড টেপ
  • মাল্টিপ্লাগ
  • লংপ্যান
  • কমোড
  • ফ্লাশিং সিস্টর্ন
  • হ্যান্ডসপ্রে
  • ব্রাকেট
  • টিসু পেপার হোল্ডার
  • হ্যান্ডডাইভার
  • মসলা বা মর্টার
  • রয়েল প্লাগ
  • স্ক্রু
  • পুটিং

 লংগ্যান বসানোর জন্য লে-আউট (Layout for placing long pan)

লংপ্যান স্থাপনের জন্য লে-আউট করা একটা গুরুত্বপূর্ণ কাজ। সংপ্যান এর জন্য পিছনের ওয়াল থেকে ১২ ইঞ্চি এবং সাইড ওয়াল থেকে ১৫ইঞ্চি দূরে ট্র্যাপ এর সেন্টার রাখতে হবে।

ফ্লোট ভালব সমন্বয় করা (Flont Vale adjustment)

সিস্টার্ন এর ভিতরে পানিকে নির্দিষ্ট লেভেলে রাখার জন্য ক্রোট ভালভ সমন্বয় করতে হবে। ফ্লোট ভাষ কোনো কারণে যদি সরে যায় অথবা ভেঙ্গে যায় তাহলে সিস্টার্ন এর ভিতরের পাশি অনবরত বাহিরে পড়তে থাকবে।

commode types - water closet - Flashing cistern - লংপ্যান এবং কমোড

ফ্লাশিং সিস্টার্স এর লিকেজ টেস্ট পদ্ধতি (Flushing Cistern lenkage test method) 

  • এঙ্গেল ভালভ এর সাথে কানেকশন পাইপ এর জয়েন্ট চেক করতে হবে।
  • ফ্লাশিং সিস্টার্ন ইনলেট ভাত এর সাথে কানেকশন পাইপ এর জয়েন্ট চেক করতে হবে।
  • ফ্লাশিং সিস্টার্ন এ ফ্লোট ভালভ ঠিক আছে কিনা তা চেক করতে হবে।
  • ফ্লাশ পাইপ ঠিকমতো লাগানো হয়েছে কিনা তা চেক করতে হবে।

 ট্র্যাপ (Trap)

ট্র্যাপ এক ধরনের প্রতিবন্ধক হিসাবে কাজ করে, যার ভিতরে পানি আটকে থাকে যাতে ভিতরের দুর্গন্ধ বাহিরে না আসে এবং দুর্গন্ধ, পোকা মাকড় ভিতরে প্রবেশ করতে না পারে ।

  • পি-ট্র্যাপ (P)
  • এস ট্র্যাপ (S)
  • কিউ-ট্র্যাপ (Q)


  1. পি-ট্র্যাপ : এই ট্র্যাপ দেখতে ইংরেজি (P) এর মত তাই একে পি ট্র্যাপ বলে ।
  2. এস-ট্র্যাপ : এই ট্র্যাপ দেখতে ইংরেজি (S) এর মত তাই একে এস ট্র্যাপ বলে।
  3. কিউ-ট্র্যাপ : এই ট্র্যাপ দেখতে ইংরেজি (Q) এর মত তাই একে কিউ ট্র্যাপ বলে।


ট্র্যাপ সীল (Trap Seal)

ট্র্যাপ এর যে অংশে পানি জমে থাকে সেই অংশকেই ট্র্যাপ সীল বলে । ট্র্যাপ সীল এর উচ্চতা ৫০ মিলিমিটার করে থাকে পানি জমে থাকার কারণে ভিতরে পোকা মাকড় ঢুকতে পারেনা এবং দুর্গন্ধ হয়না ।

লংপ্যান বসানোর জন্য ট্র্যাপ স্থাপন (Installing traps for installing long pan) 

লংপ্যান স্থাপন করতে হলে পি ট্র্যাপ স্থাপন করতে হয়। ট্র্যাপ স্থাপন করতে হলে লে আউট অনুসরন করতে হবে লে আউট অনুযায়ী ফ্লোর কাটতে হবে ফ্লোর কাটার পর ট্র্যাপ স্থাপন করতে হবে। ট্র্যাপ এর লেভেল চেক করতে হবে লেভেল চেক করার পর মসলা প্রয়োগ করে চতুর্দিক ভর্তি করে দিতে হয় । লংপ্যান উপরের ফ্লোরে হলে শুধু ক্লোর কেটে নিচে ঝুলিয়ে দিতে হয়। মুখের চতুর্দিক মসলা দিয়ে আটকিয়ে দিতে হবে ।

ফ্লাশিং সিস্টান স্থাপন এর জন্য ফ্লাশিং পাইপ সংযোগ করা (Connecting ashing ples for flushing installation)

ফ্লাশিং সিস্টাম এ ফ্লাশ পাইল স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। ফ্লাশিং সিস্টাম এর নিচে একটি ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্যে সঠিক লাইজ অনুযায়ী ওয়াসার দিয়ে ফ্লাশ পাইপ লাগাতে হবে। যাতে কোনো ধরনের ফাঁকা না থাকে। একটু ফাঁকা থাকলেই সেখান দিয়ে পানি লিক করবে ।

লংপ্যান স্থাপন ও লেভেল চেক করার পদ্ধতি (long pan placement and level checking method)

প্রথমে ট্যাপ এর উপরে আলাদাভাবে সংগ্যান স্থাপন করে নিচে সাপোর্ট দিয়ে লেভেল মেশিন ব্যবহার করে লেভেল চেক করতে হবে। লেভেল ঠিক থাকলে প্যান এর চতুর্দিকে মসলা দিরে ভর্তি করতে হবে । মসলা ভর্তি করার সময় প্যান এর ছিদ্রের দিকে ঢাল রাখতে হবে। যাতে প্যান এর উপর যে পানি পড়বে তা সহজেই প্যান এর ছিদ্র দিয়ে সয়েল পাইপ এর মাধ্যমে বের হয়ে যেতে পারে ।

ফ্লাশিং সিস্টান স্থাপনের জন্য ড্রিল করা (Drilling to install flashing Cistern)

ফ্লাশিং সিস্টান স্থাপনের জন্য লে-আউট অনুসারে মার্কিং করতে হবে। রয়েল বোল্ট এর সাইজ অনুযায়ী  বিট লাগাতে হবে ড্রিল বিট লাগানোর পর মার্কিং বরাবর ড্রিল মেশিন যার হি করতে হবে। ত্রি করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ড্রিল মেশিন সরে গিয়ে কোথাও না লাগে।


কমোড (Water closet)

কমোড একটি প্লাম্বিং ফিক্সার। কমোড সাধারণত পাদগুড়ের উপরে দাঁড়ানো থাকে, এটা বসাতে ফ্লোর কাটতে হয়না। এটার সাথে ফ্লাশিং সিস্টার্ন সংযুক্ত থাকে। কমোডের উপর বসে সরাসরি মল ত্যাগ করা হয়।

কমোড এর শ্রেণিবিভাগ (Types of Commode)

  • ইংলিশ টাইপ
  • এশিয়ান টাইপ

ফ্লাশ অনুযায়ী কমোডের প্রকারভেদ বিভিন্ন প্রকার কমোডের নাম

  • সিংগেল ফ্লাশ 
  • ডুয়েল ফ্লাশ
  • জেট ফ্লাশ
  • টর্নেডো ফ্লাশ

কমোড এর বিভিন্ন অংশ (Different parts of Commode)

  • ক্লাশ বাটন
  • প্যান
  • প্যান আউটলেট
  • স্ক্রু এটাচিং হোল 
  • সিস্টার্ন
  • ওয়াটার পাইপ 
  • সরেল পাইপ
  • আইসোলেশন ভালব

কমোড বসানোর জন্য লে-আউট প্রক্রিয়া (Layout process for Commod  placement)

কমোড বসানোর জন্য বাথরুমের সাইড ওয়াল এবং পিছনের ওয়াল এর মাপ অনুযায়ী লে-আউট করতে হবে। কমোড যে স্থানে স্থাপন করতে হবে সেখানে কমোড এর ছিদ্র বরাবর ফ্লোরে চিহ্ন দিতে হবে ।

কমোড বসানোর পদ্ধতি (Commodo placement method)

  • কমোড স্থাপন করতে প্রথমে মার্কিং অনুযায়ী ড্রিল করতে হবে। ড্রিল করার পর নাট লাগাতে হবে।
  • নাট এর ভিতরে কমোড প্রবেশ করিয়ে বোল্ট লাগিয়ে টাইট দিতে হবে।
  • কমোড এর সাথে ফ্লাশিং সিস্টার্ন স্থাপন করতে হবে । 
  • টাইট দেয়ার পর হোয়াইট সিমেন্ট দ্বারা শুটিং করে দিতে হবে।

কমোড এবং লংপ্যান এর মধ্যে পার্থক্য (Different between commode and long pan)

কমোড

  • কমোড এ বসে আরামদায়কভাবে টয়লেট করা যায়।
  • কমোড এ সাধারণত বয়ক্ষলোক বসে আরামে টয়লেট করতে পারে।
  • কমোড বসাতে ফ্লোর কাটতে হয়না ।
  • কমোড এর দাম বেশি

লংপ্যান

  • লংপ্যান এ বসে আরামদায়কভাবে টয়লেট করা যায় না।
  • লং প্যান এ বসে বয়স্ক লোক আরামে টয়লেট করতে পারে না।
  • লংপ্যান বসাতে ফ্লোর কাটতে হয়।
  • লংপ্যানর দাম কম।

কমোড এর সাথে সয়েল পাইপ লাইন স্থাপনের প্রক্রিয়া (process of laying Soll pipe line)

কমোড বসানোর পর এর সাথে সয়েল পাইপ লাইন এর সংযোগ দিতে হবে। সয়েল পাইস এর ভিতরে কমোড এর সঙ্গেল লাইন সলভেন্ট সিমেন্ট ব্যবহার করে আছে আছে চাপ দিয়ে প্রবেশ করতে হবে। ঢুকানোর পর যদি হোয়াইট সিমেন্ট প্রয়োজন হয় তাহলে জয়েন্ট এর চতুর্দিকে প্রয়োগ করতে হবে। প্রবেশ করানোর পর সংযোগ দিয়ে ক্লাশ করে চেক করতে হবে কোথাও লিক আছে কিনা ।


কমোড লিকেজ চেক করার পদ্ধতি (How to check commode leakage)

  • কমোড বসানোর পর ফ্লাশ করতে হবে
  • ফ্লাশ করার পর ফ্লাশ পাইপ এর জোড়া চেক করতে হবে
  • কমোড এর নিচে চতুদিকে দিকে ভালো ভাবে চেক করতে হবে
  • কমোড লিক থাকলে চিত্রের ন্যায় পানি বের হবে

কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা (Clean the work place)

ফ্লাশিং সিস্টার্ন লংপ্যান ও কমোড স্থাপনের পর কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা ফ্লাশিং সিস্টার্ন লংপ্যান ও কমোড স্থাপনের পর আশে পাশে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে । সেগুলো যথাযথভাবে পরিষ্কার করতে হবে। কোনো ময়লা আবর্জনা থাকলে তা নির্দিষ্ট ড্রাম এ রাখতে হবে। ৩.৩.২ টুলস ইকুইপমেন্ট পরিষ্কার ও সংরক্ষণ (Tools, equipment clean and Storage) ফ্লাশিং সিস্টার্ন লংপ্যান ও কমোড স্থাপনের পর ব্যবহৃত টুলস ইকুইপমেন্ট যথাযথভাবে পরিষ্কার করতে হবে । কাজ শেষে তেল বা গ্রিজ মেখে রাখতে হবে যাতে টুলসে মরিচা না পড়ে এবং কর্মক্ষমতা ঠিক থাকে। টুলস ও ইকুইপমেন্টগুলো আলাদা আলাদাভাবে রাখতে হবে।

(ক) কাজের ধারা

  • সংখ্যান ও ফ্লাশিং সিস্টার্ন স্থাপনের জন্য ড্রইং অনুযায়ী লে-আউট কর।
  • লে-আউট অনুযায়ী সংপ্যান স্থাপনের জন্য কোর কেটে পি টপ স্থাপন কর ।
  • ট্র্যাপ স্থাপন করার পর ট্র্যাপ এর মাথায় লংপ্যান স্থাপন কর এবং চেক করে দেখ ঠিক আছে কিনা ।
  • লংপ্যান স্থাপন করার পর স্পিরিট লেভেল লংপ্যান এর উপর বসিয়ে চেক করে দেখ লেভেল ঠিক আছে কিনা।
  • লেভেল যদি ঠিক থাকে তাহলে লংগ্যান এর চতুর্দিকে খালি জায়গা মসলা দিয়ে ভর্তি কর।
  • ওয়াল এর সাথে ফ্লু এবং ব্র্যাকেট ব্যবহার করে সিস্টার্স স্থাপন কর।
  • সিস্টার্ন ছিদ্র বরাবর ফ্লাশ পাইপ প্রবেশ করিয়ে ওয়াসার ব্যবহার করে সংযোগ কর।
  • সিস্টার্ন এর ভিতরের ফ্লোট ভালুত লাগিরে পানির লাইন সংযোগ দিয়ে পানির লেভেল ঠিক কর।
  • সিস্টার্ন এবং লংগ্যান এর সাথে পানির লাইন এবং ফ্লাশ পাইল সংযোগ দিয়ে লিকেজ টেস্ট কর।
  • কাজের শেষে কাজে ব্যবহৃত যন্ত্রপাতি গুলো পরিষ্কার করে সঠিক স্থানে রাখ ।
  • কাজের শেষে কাজের জায়গা যথাযথভাবে পরিষ্কার কর।

কাজের সতর্কতা

  • লংপ্যান নিয়ে আসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
  • লংপ্যান শক্ত কোন কিছু দিয়ে আঘাত করা যাবেনা।
  • লংপ্যান এর ভিতরে কোন মসলা অথবা ময়লা ফেলা যাবেনা।

(খ) কাজের ধারা 

  • কমোড স্থাপনের জন্য ড্রইং অনুযায়ী লে-আউট কর।
  • ফ্লোরে ট্র্যাপ এর দুই পাশে যেখানে কমোড বোল্ট বসবে সেখানে মাপ অনুযায়ী মিত্র কর।
  • ট্র্যাপ এর উপর কমোড বসিয়ে নাট বোল্ট এর ভিতরে কমোড ঢুকিয়ে রাখ
  • নাট বোল্ট এর ভিতরে কমোড স্থাপন করার পর লেভেল চেক কর এবং নাট বোল্ট সঠিকভাবে টাইট দিয়ে কমোড স্থাপন কর
  • কমোড স্থাপন করার পর এর চতুর্দিকে হোয়াইট সিমেন্ট প্রয়োগ কর।
  • সিস্টার্ন এর সাথে হোজ পাইপ সংযোগ দিয়ে পানির লাইন এর সাথে সংযোগ কর।
  • সিস্টার্ন এবং কমোড এর সাথে ক্লাশ পাইপ এর মাধ্যমে লাইন সংযোগ কর।
  • সিস্টার্ন এবং কমোড এর সাথে ফ্লাশ পাইপ লাইন সংযোগ দেয়ার পর সিস্টার্ন ফ্লাশ করে দেখ ঠিকমতো ফ্লাশ হয়  কিনা।
  • কমোড এবং সিস্টার্ন এ ফ্লাশ লাইন সংযোগ দিয়ে দেখ কমোড এর নিচ দিয়ে পানি বের হয় কিনা।
  • কাজের শেষে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো পরিষ্কার করা এবং যন্ত্রপাতিগুলো সঠিকস্থানে রাখ। 
  • কাজের শেষে কাজের জারগা যথাযথভাবে পরিষ্কার কর।

কাজের সতর্কতা

  • কমোড নিয়ে আসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে
  • কমোড শক্ত কোনো কিছু দিয়ে আঘাত করা যাবেনা ।
  • কমোড এর ভিতরে কোনো মসলা অথবা ময়লা ফালানো যাবেনা
  • কমোড উপর থেকে ফেলে দেয়া যাবেনা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url